ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় ॥ টিআইবি নির্বাহী পরিচালক

প্রকাশিত: ০৭:৫৩, ১০ আগস্ট ২০১৭

সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় ॥ টিআইবি নির্বাহী পরিচালক

স্টাফ রিপোর্টার ॥ সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন ব্যতিরেকে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০১৬ অভীষ্ট অর্জন সম্ভব নয়। আর দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হলে আইনের চোখে সকলেই সমান এই বিবেচনার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে এবং এই সদিচ্ছার বাস্তবায়ন করতে হবে, কেননা রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। বুধবার সকালে আন্তর্জাতিক যুব দিবস ২০১৭ উপলক্ষে ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক মানববন্ধনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। মানববন্ধনে এসডিজি অর্জনে দুর্নীতিবিরোধী আন্দোলন, সুশাসন কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। মানববন্ধনে টিআইবি কর্মী, সদস্য ও টিআইবি’র অনুপ্রেরণায় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইয়েস গ্রুপের সদস্যরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। ড. জামান বলেন, নির্বাচনী অঙ্গীকার, জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদে অনুস্বাক্ষর, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, জাতীয় শুদ্ধাচার কৌশলসহ সকল অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠায় যেসব অঙ্গীকার সরকার করেছেন তা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে সেগুলোর বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে টিআইবি’র উদ্যোগে ‘দুর্নীতি প্রতিরোধ, সুশাসন ও টেকসই উন্নয়নে তারুণ্য’ প্রতিপাদ্যে বিভিন্ন অনুষ্ঠানের অয়োজন করা হয়। এর মধ্যে জাতীয় পর্যায়সহ টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত দেশের ৪৫ সচেতন নাগরিক কমিটি (সনাক) অঞ্চলে তরুণদের অংশগ্রহণে মানববন্ধন, র্যালি, সেমিনার, দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী ও পথনাটকসহ বিভিন্ন দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার হবে বলে জানানো হয়।
×