ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রামপুরায় এমএসএস কার্যালয়ে ঢুকে দেড় লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৭:৪১, ১০ আগস্ট ২০১৭

রামপুরায় এমএসএস কার্যালয়ে ঢুকে দেড় লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরায় মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) নামে একটি এনজিওর কার্যালয়ে ঢুকে দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি। টাকাও উদ্ধার হয়নি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুর দুইটার দিকে রামপুরার ওমর আলী লেনে এনজিওটির কার্যালয়ে ঘটনাটি ঘটে। রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, ঘটনার সময় এনজিও কর্মীরা অফিসে বসে টাকা গণনা করছিলেন। এ সময় মুখোশপরা কয়েকজন সেখানে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। লুণ্ঠিত টাকার পরিমাণ দেড় লাখ বলে পুলিশ দাবি করলেও এনজিও কর্তৃপক্ষ বলছে লুটে নেয়া টাকার পরিমাণ পৌনে তিন লাখ।
×