ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সালমান শাহর মৃত্যু নিয়ে তিন দিনের মাথায় সুর পাল্টেছেন রুবি

প্রকাশিত: ০৭:৩৭, ১০ আগস্ট ২০১৭

সালমান শাহর মৃত্যু নিয়ে তিন দিনের মাথায় সুর পাল্টেছেন রুবি

স্টাফ রিপোর্টার ॥ অভিনেতা সালমান শাহর মৃত্যু নিয়ে তিন দিনের মাথায় সুর পাল্টেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী রাবেয়া সুলতানা রুবি। গত সোমবার ফেসবুকে একটি ভিডিওতে তিনি দাবি করেন, সালমান শাহ আত্মহত্যা করেননি, তার স্ত্রী সামিরা হকের পরিবারই তাকে হত্যা করিয়েছে। ওই বক্তব্য নিয়ে তুমুল আলোচনার মধ্যেই বুধবার তার নতুন ভিডিওবার্তা আসে। সেখানে রুবি বলেছেন, আগের ভিডিওতে ‘ইমোশনাল’ হয়ে তিনি সেসব কথা বলেছিলেন। দুই দশক আগের ওই ঘটনার ‘প্রকৃত’ তথ্য জানতে সামিরাকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান তিনি। ফেসবুক লাইভে রুবি বলেন, যেদিন খুন হয়, খুন বা আত্মহত্যা যেটাই হোক, আমি কিন্তু কোন ইনভেস্টিগেশনের মধ্যে বলব না এটা খুন না আত্মহত্যা। এটা আমার বলা উচিত না। আমি আগের বার যেটা বলেছি ভিডিও করে সেটাতে আমার রং ছিল। আমি ইমোশনাল ছিলাম বেশি, যার জন্য আমি বলেছি এটা ‘হত্যা’। হত্যা কী আত্মহত্যা সেটা ঠিকমতো... যদি আবার সামিরাকে বা তার বাবাকে নিয়ে জিজ্ঞেস করা হয় তাহলে ঠিকই বের হবে। প্রথম ভিডিওতে সালমান শাহকে ‘খুনের’ জন্য স্বামীকে জড়ালেও নতুন ভিডিওতে সেই অবস্থান পাল্টেছেন রুবি। তিনি বলেন, আমার স্বামী মারছে নাকি আমি জানি না। কেউ লিখলেও কোন কিছু আসে যায় না। আমি প্রমাণ চাই কোন কিছু করার জন্য।... আমার হাজব্যান্ডকে কিন্তু এখনও দোষ দিবেন না। আমি যেই কথা বলেছি আমার জানের ভয় ছিল দেখেই। ভিডিও করার পর আর জানের ভয় করি নাই। আমি নীলা ভাবীর জন্য ভিডিও পোস্ট করেছি। যে এটা আত্মহত্যা নাও হতে পারে, এটা খুন। মুখ দিয়ে অন্য কথা বের হয়ে গিয়েছে। নতুন ভিডিওতে রুবি বলেন, ‘আমি কিন্তু কোন হত্যা বা আত্মহত্যার সাক্ষী ছিলাম না। কিছুই দেখিনি আমি। আমি শুধু ওখানে গেছি আর সামিরার কা-কারখানা দেখেছি। যা কিছু আমি বলেছি সব কিন্তু সামিরার মুখ থেকে শোনা। বাইরের কোন মানুষের কথা আমি শুনিনি। সামিরার মুখ থেকে শুনেই আমি এতদিন আত্মহত্যা, আত্মহত্যা বলেছি। ইমনের মতো এতবড় একজন অভিনেতার ময়নাতদন্তে গরমিল হবে এটা আমার চিন্তায় ছিল না। ওই ভিডিও প্রকাশের পর একের পর এক টেলিফোন আর ফেসবুকে নানা জনের প্রশ্নে দৃশ্যত বিরক্ত রুবি বলেন, বাঙালী কথা বুঝে না। আমি মুখ দিয়ে একটা বলে ফেলছি। আমার স্বামীর প্রমাণটা আমি পেয়ে নিই, তারপর আমি দেখাব, স্বামী মারছে নাকি। মামলায় তাকে আসামি করার কারণ সম্পর্কে রুবির ভাষ্য, তার ছেলেকে দিয়ে সামিরা ‘কাপড়ের একটি পোঁটলা’ ফেলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সে কারণে সালমান শাহর বাবা তাকে আসামি করেছেন। আমার হাজব্যান্ডের ব্যাপারে এখনও কিছু জানি না আমি।... আমার ছেলেকে সামিরা একটা পোঁটলা দিয়েছিল ফেলতে, আমাদের ছাদে। আমি জানি না সেখানে কী ছিল। এজন্য বলছি খুন। সামিরা তার হাজব্যান্ড মারা যাওয়ার পর ওইসব কাপড় নিয়ে ব্যস্ত ছিল। সামিরাকে কেন সামনে আনে না। ওর বাবা আর হাজব্যান্ড কেন কথা বলে?’
×