ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদ-উল-আযহার প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহে

প্রকাশিত: ০৬:০৮, ১০ আগস্ট ২০১৭

ঈদ-উল-আযহার প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে। বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ-উল আযহা উদ্্যাপন উপলক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ব্যাটারি ছাড়াই ফোন ব্যাটারি ছাড়াই ব্যবহার করা যাবে এমন মোবাইল ফোন আবিষ্কারের কথা জানিয়েছেন গবেষকরা। এ ফোন প্রায় শূন্য শক্তি খরচ করবে। তবে চারপাশের বেতার তরঙ্গ ও আলো ব্যবহারে করে চালানো যাবে। এটি থেকে স্কাইপেও কথা বলা যাবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শ্যাম গোলাকোটা নতুন এ ফোন আবিষ্কারের দাবি করেছেন। আধুনিক মোবাইলে তথ্য স্থানান্তরে যে বিপুল শক্তি ক্ষয় করে, নতুন ফোনটি তা করবে না। -পিটিআই ওষুধ আবিষ্কারে কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞানীরা এখন দ্রুত সময়ে কার্যকর ওষুধ আবিষ্কার করতে চান। গ্ল্যাক্সো-স্মিথক্লাইন ও জনসন এ্যান্ড জনসনের মতো বড় বড় কোম্পানিগুলো সেই লক্ষ্যে কোমড় বেঁধে নেমেছে। আর এ জন্য তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে চাচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ওষুধ আবিষ্কারক কোম্পানি এক্সাইনশিয়ার প্রধান বিজ্ঞানী এ্যান্ড্রু হপকিন্স সম্প্রতি জিএসকের সঙ্গে তিন কোটি ত্রিশ লাখ ডলারের একটি চুক্তি সই করেছেন। হপকিন্স মনে করেন, যৌথ প্রচেষ্টার মধ্যে কাক্সিক্ষত ফল অর্জন করা সম্ভব। -বিবিসি
×