ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বিএসএমএমইউতে আলোচনা

প্রকাশিত: ০৬:০৮, ১০ আগস্ট ২০১৭

ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বিএসএমএমইউতে আলোচনা

রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর সফলতা ও বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অসামান্য অবদান রয়েছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ সৃষ্টি হতো না। তাই তিনি একজন সফল মা এবং সবাইকে মাতৃসুলভ দৃষ্টিতে দেখার মতো এ বিশাল গুণের অধিকারী। মহীয়সী এই নারীর জন্মদিন ৮ আগস্টকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচতলায় ডাঃ মিল্টন হলে এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন এসব কথা বলেন। একই আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। -বিজ্ঞপ্তি
×