ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারত-বাংলাদেশ পরস্পরের ভাগ্য ও নিরাপত্তা নির্মাণের অংশীদার ॥ অজিত দোভাল

প্রকাশিত: ০৬:০৭, ১০ আগস্ট ২০১৭

ভারত-বাংলাদেশ পরস্পরের ভাগ্য ও নিরাপত্তা নির্মাণের অংশীদার ॥ অজিত দোভাল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত দোভাল বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং বিসিএস মুক্তিযোদ্ধা ও মুজিবনগর অফিসার-কর্মচারী সমিতির মহাসচিব মোহাম্মদ মুসার সঙ্গে নয়াদিল্লীতে তার সচিবালয়ে সম্প্রতি এক বৈঠকে মিলিত হন। বৈঠকে অজিত দোভাল বলেন, ’৭১-এর ন্যায় ভারত ও বাংলাদেশ পরস্পরের নিরাপত্তার ও ভাগ্য নির্মাণের অংশীদার। জঙ্গী দমনে বাংলাদেশের সাফল্যে অজিত দোভাল সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশের ধর্মান্ধ জঙ্গীদের প্রতিহত করে এবং ইসলাম ধর্মের অন্তর্নিহিত শান্তির মূল মর্মবাণীর সঙ্গে জনগণকে সম্পৃক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব বিশ্বের মুসলিম দেশসহ বিশ্বের সকল দেশের কাছে বাংলাদেশকে সকল ধর্মীয় বিশ্বাসীদের জন্য একটি মডেল দেশের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটা এক বিরল কৃতিত্ব যে, বিশ্বের বহু দেশের ধর্মীয় হানাহানির মধ্যে বাংলাদেশকে তিনি ধর্মীয় সহনশীলতা ও পরমত সহিষ্ণুতার প্রতীক করে তুলেছেন। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলে শ্রী অজিত দোভাল মন্তব্য করেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ব্যক্ত করেন মোহাম্মদ মুসা। -বিজ্ঞপ্তি
×