ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিয়া ও মোশতাকদের মরণোত্তর বিচার করতে হবে ॥ মোজাম্মেল হক

প্রকাশিত: ০৬:০৬, ১০ আগস্ট ২০১৭

জিয়া ও মোশতাকদের মরণোত্তর বিচার করতে হবে ॥  মোজাম্মেল হক

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শোকাবহ আগস্ট শীর্ষক আলোচনা ও স্মরণসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, জাতির জনকের প্রত্যক্ষ খুনীদের বিচার হয়েছে, কিন্তু পর্দার অন্তরাল থেকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বঙ্গবন্ধু খুনের সঙ্গে জড়িতদের সহ কুলাঙ্গার জিয়া ও মোশতাকদের মরণোত্তর বিচার করতে হবে। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধুই বেশি শক্তিশালীÑ জাতির কাছে তা আজ বোধগম্য। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারসহ নিহতদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে প্রমাণিত হয় তিনি বিশ্বসেরা কূটনীতিক। তাঁর নির্দেশেই দেশের জনগণ স্বাধীনতা সংগ্রামে অংশ নেয় এবং স্বাধীনতা অর্জন করে। বঙ্গবন্ধু দীর্ঘ ২৪ বছর আন্দোলন করেন। বঙ্গবন্ধু এমন একজন রাষ্ট্রনায়ক যিনি সকলকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েই ক্ষান্ত হননি, স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপদান করেছেন। বঙ্গবন্ধুই সমুদ্র আইনে প্রথম মামলা করেন, শিক্ষানীতি প্রণয়ন করেন এবং স্বাধীনতা উত্তরকালীন ব্যাপকভাবে দেশকে সমৃদ্ধ করেছেন। স্বাধীনতার পরবর্তী সময়ে বঙ্গবন্ধু যখন দেশকে স্বাভাবিক ও দেশের উন্নয়নের ধারা ত্বরান্বিত করছিলেন তখনই ঘাতকেরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীনতাবিরোধী গোষ্ঠী পরাজয়ের গ্লানি মেনে নিতে পারেনি বলেই দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনের শত্রুদের নিয়ে ১৫ আগস্ট ঘটানো হয়েছিল। আর আমাদের স্বাধীন এই রাষ্ট্র ’৭৫ পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টে বন্দী করে ফেলা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. প্রিয়ব্রত পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু।
×