ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শান্তি প্রতিষ্ঠায় সংলাপের বিকল্প নেই ॥ ফিরোজ রশীদ

প্রকাশিত: ০৬:০৫, ১০ আগস্ট ২০১৭

শান্তি প্রতিষ্ঠায় সংলাপের বিকল্প নেই ॥ ফিরোজ রশীদ

স্টাফ রিপোর্টার ॥ ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ানস ফর পিস- আইএপিপির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, সারা বিশ্ব আজ সন্ত্রাস ও জঙ্গীবাদের থাবায় আক্রান্ত। দুনিয়ার বহু দেশে বিচ্ছিন্নতাবাদীদের সন্ত্রাসী কর্মকা-ের কারণে অশান্তি ছড়িয়ে পড়েছে। সীমান্ত রক্ষার নামে চলছে যুদ্ধ। এ থেকে মানবজাতিকে রক্ষা করতে হবে। প্রতিষ্ঠিত করতে হবে শান্তি। এ শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপের বিকল্প নেই। এজন্য সমগ্র বিশ্বের সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংসদ সদস্যরা পারস্পরিক যোগাযোগ, আন্তঃদেশীয় সংলাপের মাধ্যমে দেশে দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন তিনি। বুধবার জাতীয় সংসদের পার্লামেন্ট ক্লাবে ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ানস ফর পিসের বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, নেপালের সংসদ সদস্য ও আইএপিপির এশিয়ার কো-চেয়ার এক নাথ ঢাকাল, তাজুল ইসলাম চৌধুরী এমপি, এ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, মশিউর রহমান রাঙ্গা এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, নুরুল ইসলাম ওমর এমপি, রুস্তম আলী ফরাজী এমপি, এ্যাডভোকেট সানজিদা খানম এমপি, কাজী রোজী এমপি, এম এ আউয়াল এমপি, নুরুল ইসলাম মিলন এমপি, জেবুন্নেসা আফরোজ এমপি, ফিরোজা বেগম চিনু এমপি, আমির হোসেন এমপি। সভায় চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, বাংলাদেশে জাতীয় সংসদ এখন অতীতের যে কোন সময়ের চেয়ে কার্যকর। বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির সংসদ সদস্যরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আমরা চাই জাতীয় পার্টি হয় সংসদে আরও শক্তিশালী বিরোধী দল হিসেবে অথবা সরকারী দল হিসেবে দায়িত্ব পালন করুক।
×