ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাসপাতাল থেকে ছাড়া পেলেন দীলিপ কুমার

প্রকাশিত: ০৬:০৪, ১০ আগস্ট ২০১৭

হাসপাতাল থেকে ছাড়া পেলেন দীলিপ কুমার

জনকণ্ঠ ডেস্ক ॥ হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউড সুপারস্টার দীলিপ কুমার। বুধবার স্থানীয় সময় বিকেল চারটা নাগাদ মুম্বাইয়ের লীলাবতি হাসপাতাল থেকে ছাড়া পান ৯৪ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতা। গত সপ্তাহে পানিশূন্যতা, কিডনি জটিলতা ও মূত্রনালির সংক্রমণ সমস্যায় হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে ভর্তির খবরে উদ্বিগ্ন হয়ে পড়ে দীলিপভক্তরা। প্রিয় নায়কের সর্বশেষ অবস্থা জানতে প্রতিদিনই হাসপাতালের সামনে ভিড় জমায় হাজারো ভক্ত। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দীলিপভক্তদের ধন্যবাদ জানান এই অভিনেতার স্ত্রী ও অপর বলিউড সুপারস্টার সায়রা বানু। খবর মিডডে, ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি অনলাইনের। দীলিপভক্তদের উদ্দেশে এক টুইটার বার্তায় সায়রা বানু বলেন, দীলিপের সর্বশেষ অবস্থা জানতে যেসব ভক্ত উদ্বিগ্ন ছিলেন তাদের ধন্যবাদ। হাসপাতাল থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সায়রা বলেন, দীলিপ কুমার এখন ভাল বোধ করছেন। এটা অলৌকিত ঘটনার মতো মনে হচ্ছে। এজন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমি সকল চিকিৎসক ও দীলিপ কুমারের অসংখ্য ভক্তকে কৃতজ্ঞতা জানাচ্ছি। লীলাবতি হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট অজয় কুমার পান্ডে বলেন, দীলিপ কুমারের অবস্থা এখন ভাল। তিনি খেতে পারছেন ও সুস্থতা বোধ করছেন। তার এখন বাসায় বিশ্রামে থাকা উচিত। দীর্ঘ অভিনয় জীবনে মধুমতি, দেবদাস, মুঘল-ই-আজম ও গঙ্গা যমুনাসহ বহু ব্লকবাস্টার সিনেমা উপহার দেন এই অভিনেতা। অভিনয়ের জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
×