ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীর রাস্তার মোড়ে অবহেলায় নষ্ট হচ্ছে অসংখ্য সিগন্যাল বাতির খুঁটি

প্রকাশিত: ০৬:০৪, ১০ আগস্ট ২০১৭

রাজধানীর রাস্তার মোড়ে অবহেলায় নষ্ট হচ্ছে অসংখ্য সিগন্যাল বাতির খুঁটি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিভিন্ন রাস্তার মোড়ে পরিচর্যা ছাড়া অতি অবহেলায় নষ্ট হচ্ছে অসংখ্য ট্রাফিক সিগন্যাল বাতির খুঁটি। রাস্তার যানবাহন তথা ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণের জন্য এসব বাতির ব্যবহার করা হলেও বিভিন্ন স্থানে কোনটি জ্বলে আবার কোনটি জ্বলতেও দেখা যায় না। অনেক স্থানে ট্রাফিক পুলিশ হাতের ইশারায় তাদের যানবাহন নিয়ন্ত্রণের কাজ করে চলছেন। আবার এমন অনেক স্থান রয়েছে যেখানে আগে বাতি লাগানো থাকলেও বর্তমানে অজ্ঞাত কারণে এখন আর নেই। এছাড়াও এমন স্থানও রয়েছে যেখানে শুধু খুঁটিতে বাতি আছে তা বছরের পর বছর ধরে জ্বলে না। কমলাপুর রেলস্টেশন এলাকার পীরজঙ্গী মাজারের সামনে এমন একটি খুঁটির দেখা মিলেছে। যেখানে রাস্তার পাশে ফুটপাথের ওপর খুঁটিতে লাগানো অকার্যকর একটি সিগন্যাল বাতি কয়েক মাস ধরে ঝুলে রয়েছে। খুঁটি থেকে খুলে গিয়ে বৈদ্যুতিক তারসহ নিচে ঝুলে থাকায় পথচারীরা নিয়মিতই এই ঝুলে থাকা সিগন্যাল বাতিটির সঙ্গে ধাক্কা লেগে আহত হচ্ছেন। রাতের বেলায় ঘটে চলেছে নানা দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই বাতিটি নষ্ট হয়ে ঝুলে থাকলেও ট্রাফিক বিভাগের বা সিটি কর্পোরেশনের কোন কর্মকর্তা বা কর্মচারীর তা নজরেই আসছে না। কোন প্রকার গুরুত্ব না থাকায় এতেই প্রতীয়মান হয় কেমন চলছে রাজধানীর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। নাগরিক সুবিধার জন্য দেয়া হলেও নষ্ট হয়ে যাওয়া এই বাতিগুলো বর্তমানে নাগরিক বিড়ম্বনায় পরিণত হয়েছে। এ থেকে মুক্তি চায় নগরবাসী। এই বাতিটিসহ সকল ট্রাফিক সিগন্যাল বাতিরই অতি দ্রুত রক্ষণাবেক্ষণ করা হোক এমনটাই আশা নাগরিকদের। উল্লেখ্য, রাজধানী ঢাকার যানজট নিরসনে এরশাদ সরকারের আমলে প্রতিটি রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয় ট্রাফিক সিগন্যাল বাতির খুঁটি। একটি খুঁটিতে সবুজ, হলুদ ও লাল তিনটি বাতি বসানো হয়। লাল বাতি জ্বললে যানবাহন থামানো আর সবুজ বাতি জ্বললে সিগন্যাল ছাড়ার মাধ্যমে গাড়ি চলাচলের সঙ্কেত বোঝানো হয়। কিন্তু বর্তমানে রাজধানীতে এসব বাতির কার্যকারিতা দু’একটি স্থান ছাড়া চোখেও পরে না।
×