ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কড়া নিরাপত্তায় নাটোর আদালতে পাঁচ জঙ্গীর হাজিরা

প্রকাশিত: ০৬:০৪, ১০ আগস্ট ২০১৭

কড়া নিরাপত্তায় নাটোর আদালতে পাঁচ জঙ্গীর হাজিরা

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৯ আগস্ট ॥ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কুষ্টিয়ার ভেড়ামায়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতার নব্য জেএমবির সদস্য ৩ নারীসহ ৫ জঙ্গীকে নাটোরের আদালতে হাজির করা হয়েছে। বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক রবিউল ইসলাম গ্রেফতারকৃত নাটোরের গুরুদাসপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের খবির উদ্দিনের ছেলে শহিদুল ইসলামকে তিন দিনের পুলিশী রিমান্ডের আদেশ দেন এবং বাকিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলা সূত্রে জানা যায়, গত ১ জুলাই জঙ্গী কর্মকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে সুমাইয়াসহ আরও দুই নারীকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস, জঙ্গীবাদ ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়। অপরদিকে গত ১ আগস্ট নাটোরের গুরুদাসপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের খবির উদ্দিনের ছেলে শহিদুল ইসলামকে এবং ১৩ জানুয়ারি নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকা থেকে শহিদুল ইসলাম নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক তথ্যের ভিত্তিতে দায়েরকৃত সন্ত্রাস, জঙ্গীবাদ ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই আসামি শহিদুল ইসলামের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার আসামিরা হলেন মাহমুদা খাতুন সুমাইয়া, ডালিয়ারা খাতুন কলি, জাহানারা আখতার তিথি, শহিদুল ইসলাম বড় এবং শহিদুল ইসলাম ছোট।
×