ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুষমা স্বরাজ সেপ্টেম্বরে আসছেন

প্রকাশিত: ০৫:৫৮, ১০ আগস্ট ২০১৭

সুষমা স্বরাজ সেপ্টেম্বরে আসছেন

কূটনৈতিক রিপোর্টার ॥ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামী মাসের মাঝামাঝিতে ঢাকায় আসছেন। বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে অংশ নিতে ঢাকা আসবেন তিনি। আগামী সেপ্টেম্বরের ১৩ অথবা ১৪ তারিখ এই সফর হতে পারে। সুষমার সফর চূড়ান্ত করতে ঢাকা-দিল্লীর মধ্যে আলোচনা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লী সফরের পর বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে মোদি সরকার। তিস্তা চুক্তিতে সম্পর্ককে সীমাবদ্ধ না রেখে শিল্প, বাণিজ্য, যোগাযোগ, পরিকাঠামো নির্মাণ এবং অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর দিকে নজর থাকবে সুষমার এবারের সফরে। সফরকালে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেপ্টেম্বরে ঢাকায় এলে তা হবে সুষমার দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে ২০১৪ সালের ২৫ জুন ঢাকা এসেছিলেন তিনি। গত এপ্রিলে শেখ হাসিনার ভারত সফরের সময়কার সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনায় প্রাধান্য পাবে তার এই সফরে। এর আগে ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর দিল্লীতে যৌথ পরামর্শক কমিশনের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবার ঢাকায় যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ বৈঠকের প্রস্তুতি চলছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফর সামনে রেখে গত সোমবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে এক বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি জানিয়েছিলেন, যেহেতু সামনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন আছে, তাই চলতি মাসে সফরটি হবে না। তবে সুবিধাজনক সময়ে সফর আয়োজনের চেষ্টা চলছে। বাংলাদেশ সফর শেষে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন সুষমা স্বরাজ।
×