ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনী বাতিল

রায়ের পর্যবেক্ষণ অপ্রাসঙ্গিক ॥ আওয়ামী লীগ

প্রকাশিত: ০৫:৫৮, ১০ আগস্ট ২০১৭

রায়ের পর্যবেক্ষণ অপ্রাসঙ্গিক ॥ আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ আলোচিত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে উচ্চ আদালত কিছু অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত পর্যবেক্ষণ দিয়েছে বলেই মনে করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলটির নেতারা বলেন, আদালতের এ ধরনের পর্যবেক্ষণ অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত ও অপ্রাসঙ্গিক। তারা দলীয়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এজন্য একটি দলও গঠন করা হয়েছে। পুরো রায়ের পর্যালোচনা নাকি অনাকাক্সিক্ষত পর্যবেক্ষণ প্রত্যাহারের জন্য আবেদন করা হবে, সেই বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। ষোড়শ সংশোধনী বাতিল প্রসঙ্গে বিএনপির বিভিন্ন সম্প্রতি বক্তব্যের জবাবে দিতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আদালতের অনাকাক্সিক্ষত পর্যবেক্ষণের সুযোগ নিয়ে এবং রায়ের বিকৃত ব্যাখ্যা দিয়ে বিএনপি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী এ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেন, বিচার বিভাগকে দলমতের উর্ধে রাখা উচিত। আর আপীল বিভাগের রায় নিয়ে কখনও বিতর্ক এবং রাজনীতি চলে না। রায় নিয়ে আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু বিএনপি রাজনীতি করছে। তাদের কোন রাজনৈতিক ইস্যু নেই বলে এটাকে ইস্যু বানানো হচ্ছে। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির কতিপয় নেতারা এ রায় বিকৃত করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অপপ্রচার চালাচ্ছে। রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে তারা রাজনীতি করতে চায়। এক প্রশ্নের জবাবে মতিন খসরু বলেন, ষোড়শ সংশোধনীর কয়েকটি পর্যবক্ষেণ আপত্তিকর। রায়ের সঙ্গে এসবের কোন প্রাসঙ্গিকতা নেই। তবে সুপ্রীমকোর্ট প্রতিপক্ষ নয়। কিন্তু বিএনপি ভিন্ন উদ্দেশে আমাদের সুপ্রীমকোর্টের প্রতিপক্ষ বানাতে চাচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যকে ‘ব্যক্তিগত’। একই সুরে কথা বলেছেন দলটির আইন বিষয়ক সম্পাদক এবং সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শ ম রেজাউল করিম। আদালতের রায়ের ভুল ব্যাখ্যা দেয়ার জন্য বিএনপিকে আদালতের সুয়োমোটো করা উচিত এমন মন্তব্য করে তিনি বলেন, কার নেতৃত্বে স্বাধীনতা হয়েছে সে বিষয়ে সংসদ অপরিপক্ব সিদ্ধান্ত নিয়েছে বলে আদালতের এ ধরনের পর্যবেক্ষণ অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত ও অপ্রাসঙ্গিক। এ ধরনের মন্তব্য কাম্য ছিল না। এই অনভিপ্রেত পর্যবেক্ষণকে ইস্যু করে ও রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। তাদের বক্তব্যে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। তারা বিকৃত বক্তব্য দিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চায়। সাংবাদিক সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এ্যাডভোকেট আফজাল হোসেন, শামসুন নাহার চাঁপা, দেলোয়ার হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এস এম কামাল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।
×