ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিয়েতনামে ডেঙ্গুজ্বরের প্রকোপ বৃদ্ধি ॥ মৃত্যু চারজনের

প্রকাশিত: ০৫:০৭, ১০ আগস্ট ২০১৭

ভিয়েতনামে ডেঙ্গুজ্বরের প্রকোপ বৃদ্ধি ॥ মৃত্যু চারজনের

ভিয়েতনামে চলতি বছরে এখন পর্যন্ত ৭৮ হাজারেরও বেশি লোক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ২০ জন মারা গেছে যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। দেশটির প্রিভেন্টিভ মেডিসিন ডিপার্টমেন্ট বুধবার একথা জানায়। খবর সিনহুয়ার? রাজধানী হ্যানয়ে চলতি বছর ১০ হাজার মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চারজন মারা গেছে। গত বছরের একই সময়ের তুলনায় তা ১৭ গুণ বেশি। মিউনিসিপ্যাল প্রিভেন্টিভ মেডিসিন সেন্টার জানিয়েছে, এখন হ্যানয়ের যেসব হাসপাতালে সংক্রমণ রোগের বিভাগ রয়েছে, সেসব হাসপাতাল ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীতে ভরে গেছে। হোচি মিন সিটিতে বুধবার ১১ হাজার ৭শ’ ৩৩ জন ডেঙ্গু রোগীর খবর পাওয়া গেছে। এদের মধ্যে চারজন মারা গেছে। এছাড়া মধ্য ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক ডেঙ্গু রোগীর খবর পাওয়া গেছে। দেশটির ডাক্তাররা বলছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ আগাম বর্ষা মৌসুম যা মশার বংশ বিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।
×