ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উপসাগরীয় সঙ্কটে চুরমার কাতারীদের স্বপ্ন

প্রকাশিত: ০৫:০৫, ১০ আগস্ট ২০১৭

উপসাগরীয় সঙ্কটে চুরমার কাতারীদের স্বপ্ন

উপসাগরীয় কূটনৈতিক সঙ্কটের কারণে কাতারীদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। তাদের পরিবার বিভক্ত হয়ে পড়ছে, রাজনীতির বাস্তবতা কঠিন হয়ে উঠছে, সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে এবং তাদের স্বপ্নগুলো চুরমার হয়ে যাচ্ছে। সৌদি আরবের নেতৃত্বে আরব রাষ্ট্রগুলোর এক ব্লক ৫ জুন যখন দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তখন ২৯ বছর বয়স্ক কাতারী সারা দুবাইয়ে এক বিজনেস স্কুলে তার সিনিয়র ইয়ার শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বলেন, আমাদের হঠাৎ করে বলা হলো, আমরা আর ক্লাসে যোগ দিতে পারব না এবং দোহাতে ফিরে যেতে হবে আমাদের। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিসর ও বাহরাইন ইসলামী চরমপন্থীদের প্রতি সমর্থন এবং রিয়াদের আঞ্চলিকপ্রধান বৈরী ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার জন্য কাতারের বিরুদ্ধে অভিযোগ আনে। তারা দুই সপ্তাহের মধ্যে তাদের সংশ্লিষ্ট রাষ্ট্র ত্যাগের জন্য সকল কাতারীদের নির্দেশ দেয়, দেশটি থেকে তাদের রাষ্ট্রদূত ও নাগরিকদের ফিরিয়ে নেয় এবং কাতারীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কাতার অভিযোগ অস্বীকার করে এবং দেশটি এ অবরোধের নিন্দা জানায়। তারা বলে, এ সম্পদশালী আমিরাত রাষ্ট্রকে নতজানু করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কাতারী কর্তৃপক্ষ প্রত্যাবাসিত ছাত্রদের পড়াশোনার ব্যবস্থার জন্য স্কুল ও বিশ্ববিদ্যালয় খোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। কিন্তু সারা ও তার মতো অনেকের জন্য এটা হচ্ছে ব্যক্তিগত সঙ্কট। সারা বলেন, কাউকে যখন পড়াশোনা গ্রহণে বাধা দেয়া হয় তখন তার স্বপ্ন চুরমার হয়ে যায়। একদিন রাতে কোন সতর্কতা ছাড়া অকস্মাৎ যখন বলা হয়, আমাকে বাড়িতে অবস্থান করতে হবে তখন তো কোন শিক্ষাপ্রতিষ্ঠান থাকে না আমার জন্য। এ অচলাবস্থা তৃতীয় মাসে গড়াল। এ অনিশ্চয়তা এক যন্ত্রণা হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে মিশ্র নাগরিকদের জন্য। সারা তার ডাক নামটি প্রকাশ করতে চায়নি। তার আশঙ্কা, এ অঞ্চলে অন্যত্র বসবাসকারী তার আত্মীয়স্বজনদের জন্য খারাপ পরিণতি বয়ে আসতে পারে। কারণ, তার মা আমিরাতি এবং বাবা কাতারী। এটা এ অঞ্চলে অস্বাভাবিক কিছু নয়। এখানে আন্তঃদেশীয় বিয়ে সাধারণ বিষয়। কূটনৈতিক সম্পর্কোচ্ছেদের কারণে এ ধরনের পরিবারগুলো তাদের নিজস্ব সঙ্কটে পড়েছে। সারা বলেন, আমার পরিবারের অর্ধেক সংখ্যক সদস্য ইউএইয়ের দুবাইয়ে কয়েকজন রয়েছেন বাহরাইনে। -এএফপি
×