ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদে চ্যানেল আইয়ে ৬ চলচ্চিত্র

প্রকাশিত: ০৫:০০, ১০ আগস্ট ২০১৭

ঈদে চ্যানেল আইয়ে ৬ চলচ্চিত্র

সংস্কৃতি ডেস্ক ॥ ঈদ-উল-আযহায় চ্যানেল আইয়ের অগণিত দর্শকের জন্য ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ৬টি নতুন চলচ্চিত্রের প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। চ্যানেল সূত্রে জানা গেছে ঈদের দিন বেলা ২-৩০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘শেষ কথা’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বিভিন্ন চরিত্রে অভিনয়ে মামুনুর রশিদ, আইরিন, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০-১৫ মিনিটে প্রচার চলচ্চিত্র পূর্ণিমা অভিনীত চলচ্চিত্র ‘টু বি কন্টিনিউড’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমি। এতে আরও অভিনয় করেছেন মিশু সাব্বির, অপর্ণা, মিতা চৌধুরী, আবুল হায়াৎ, সোহেল খান প্রমুখ। ঈদের তৃতীয় দিন দেখানো হবে চলচ্চিত্র ‘পরবাসিনী’। বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও নির্মাণ করেছেন স্বপন আহমেদ। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন রিথ মজুমদার, মামনুন হাসান ইমন, সব্যসাচী চক্রবর্তী, জুন মালিহা, উর্বশী রাউটেলা, সোহেল খান, অপ্সরা আলী, চাষী আলম প্রমুখ। ঈদের চতুর্থ দিন সকাল ১০-১৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘কার্তুজ’। বাপ্পারাজ পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, সম্রাট, নিপুন, বাপ্পারাজ প্রমুখ। ঈদের পঞ্চম দিন সকাল ১০-১৫ মিনিটে প্রচার চলচ্চিত্র ‘অচেনা হৃদয়’। পরিচালনা করেছেন এসআই খান। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসূন আজাদ ও ইমনসহ অনেকে। ঈদের ষষ্ঠ দিন সকাল ১০-১৫ প্রচার হবে ‘গ্রাস’।
×