ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাড়পত্র পেল ‘ডুব’

প্রকাশিত: ০৪:৫৯, ১০ আগস্ট ২০১৭

ছাড়পত্র পেল ‘ডুব’

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে সেন্সর ছাড়পত্র পেল আলোচিত চলচ্চিত্র ‘ডুব’। মঙ্গলবার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জনকণ্ঠকে নিশ্চিত করেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মুন্সি জালাল উদ্দীন। বাংলাদেশের সেন্সর বোর্ডে অনেকদিন আটকে ছিল চলচ্চিত্রটি। মুন্সি জালাল উদ্দীন বলেন, চলচ্চিত্রটি মঙ্গলবার সেন্সর ছাড়পত্র পেয়েছে। এর আগে আমরা চলচ্চিত্রটি দেখেছিলাম। কিন্তু বেশকিছু জায়গায় আমাদের আপত্তি ছিল। পরবর্তীতে সেগুলো বাদ দিয়ে তারা আবার নতুন করে কিছু সংযোজন-বিয়োজন করে আমাদের দিয়েছেন। আমরা সেগুলো যাচাই-বাছাই করে সেন্সর ছাড়পত্র প্রদান করেছি। চলচ্চিত্রটি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে তৈরি হয়েছে বলে এর আগে অনেক বিতর্ক হয়েছে। হুমায়ূন আহমেদের স্ত্রী নির্মাতা ও অভিনেত্রী শাওন এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, চলচ্চিত্রটি হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে নির্মিত হওয়ার আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাওন বলেন, যদি বিভ্রান্তিমূলত তথ্য দিয়ে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয়, তাহলে তিনি আইনের আশ্রয় নেবেন। ‘ডুব’ পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এরইমধ্যে চলচ্চিত্রটির দুই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম পোস্টার প্রকাশ করেছে। পোস্টারে দেখা গেছে শিল্পীর তুলিতে অঁাঁকা চলচ্চিত্রের প্রধান অভিনেতা বলিউডের জনপ্রিয় মুখ ইরফান খানকে। ‘ডুব’ চলচ্চিত্রটি ভারত থেকে প্রযোজনা করেছে এসকে মুভিজ ও ইরফান খান। আর বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া। ‘ডুব’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের রোকেয়া প্রাচী, তিশা এবং ভারতের ইরফান খান ও পার্নো মিত্র প্রমুখ।
×