ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তোরণে মনোনয়নপ্রত্যাশীর ছবির নিচে বঙ্গবন্ধুর ছবি ॥ শাস্তি দাবি

প্রকাশিত: ০৪:৪৯, ১০ আগস্ট ২০১৭

তোরণে মনোনয়নপ্রত্যাশীর  ছবির নিচে বঙ্গবন্ধুর ছবি ॥ শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহারে স্বেচ্ছাচারিতা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কে কোথায় কিভাবে জাতির জনকের ছবি ব্যবহার করতে পারবে বা পারবে না এর কোন সুস্পষ্ট নীতিমালা না থাকায় বঙ্গবন্ধুর ছবির সঙ্গে নিজের ছবি জড়িয়ে পোস্টার ছাপিয়ে এক শ্রেণীর ব্যক্তি ও মহল সুবিধা নি"েছ বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। জাতির জনকের ছবি ব্যবহারে কোন বাধ্যবাধকতা না থাকায় বিভিন্ন দল থেকে আসা নব্য আওয়মী লীগাররাও তাদের পোস্টারে জাতির জনকের ছবি ব্যবহার করে সস্তা জনপ্রিয়তা কেনার চেষ্টা করছে। আর এতে করে ভাবমূর্তি নষ্ট হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিত নেতাকর্মীদের। জাতির জনকের এমন একটি ছবির ¯'্াপনা নিয়ে এখন জেলাজুড়ে চলছে সমালোচনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় সম্ভাব্য এক প্রার্থীর তোরণে বঙ্গবন্ধু ও সম্ভাব্য প্রার্থীর ছবি বসানো নিয়ে জেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে। তোরণে বসানো হয়েছে প্রার্থীর ছবির নিচে বঙ্গবন্ধুর ছবি। আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে সমালোচনা। সম্ভাব্য এ প্রার্থী হচ্ছেন সরদার মুজিব। যিনি বর্তমানে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক। তিনি তার নির্বাচনী এলাকা কলারোয়ায় উপজেলার কাজীরহাট প্রধান সড়কের ওপর একটি তোরণ তৈরি করেছেন। যেখানে তিনি তার ছবির নিচে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের একটি ছবি দিয়েছেন। এ তোরণের ছবিটি তিনি আবার তার ফেসবুকেও শেয়ার করেছেন। আর তার এ শেয়ার করা ছবি নিয়ে রীতিমতো তালা-কলারোয়াবাসীর মধ্যে আলোচনার ঝড় বইছে। আওয়ামী নেতাকর্মীদের অনেকেই জাতির পিতার প্রতি অসম্মান ও দলের ভাবমূর্তি নষ্ট করার অপরাধে তাকে উপযুক্ত শাস্তির দাবিও জনিয়েছেন। এ ব্যাপারে সরদার মুজিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি এমন নয়। বঙ্গবন্ধুর ছবি আমার ছবির উপরেও দেয়া হয়েছে। তবে, আমার ছবির নিচের অংশে বাঁশ দেখা যাচ্ছিল তাই আমার লোকেরা বাঁশটি যাতে না দেখা যায় সেজন্য আমার ছবির নিচে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের একটি আলাদা ছবির ব্যানার লাগিয়েছিল। যেটা ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে।
×