ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জামালপুরে ট্রেনের ধাক্কায় ৬ ইজিবাইক যাত্রী নিহত

প্রকাশিত: ০৪:৪৮, ১০ আগস্ট ২০১৭

জামালপুরে ট্রেনের ধাক্কায় ৬  ইজিবাইক যাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৯ আগস্ট ॥ জামালপুর শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন চন্দ্রা ঘুমটিঘর লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী লোকাল ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের ওই ঘুমটিঘরে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুর পৌরসভার কম্পপুর গ্রামের সানোয়ার হোসেন (৪০) ও ইজিবাইকচালক আব্দুর রহিম (৪৫), জামালপুর পৌরসভার চন্দ্রা গ্রামের মীর হোসেন (৪০) ও জামালপুর সদরের শাহবাজপুর ইউনিয়নের বাঁশচড়া গ্রামের ইন্তাজ আলী (৫০), জামালপুর পৌরসভার কম্পপুর গ্রামের সালেহা বেগম (৫০), হোসেন আলী (৪৮)। হবিগঞ্জে নসিমন-ট্রাক সংঘর্ষে নিহত দুই নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ থেকে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের উপজেলাধীন বাহুবলের ডুবাওই এলাকায় বুধবার সকালে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ মৌলভীবাজার জেলাধীন শমসের নগর লুকাইকান্দি গ্রামের বাসিন্দা হনি মিয়ার পুত্র নসিমন চালক রফিকুল ইসলাম ও কিশোরগঞ্জের করিমগঞ্জের সাকুয়া গ্রামের বাসিন্দা আশিক মিয়ার পুত্র হেলপার কামাল হোসেন। রাজশাহীতে নারী স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, পুঠিয়ায় ভটভটি উল্টে আম্বিয়া বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে উপজেলার বানেশ্বর খুটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ভটভটি চালকসহ আরও তিন নারী আহত হয়েছেন। নিহত ভটভটি যাত্রী আম্বিয়া বেগম জেলার চারঘাট উপজেলার হলিদাগাছী সরদারপাড়া এলাকার মৃত তাইজুদ্দিনের স্ত্রী। উপজেলার বাঁশপুকুর এলাকার মেয়েজামাই বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। পবা হাইওয়ে পুলিশের শিবপুরহাট ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হাবিবুর রহমান বলেন, যাত্রী নিয়ে ভটভটিটি দুর্গাপুরের দিক থেকে এসে বানেশ্বর খুটিপাড়ায় মহাসড়কে ওঠে। এরপর ট্রাফিক মোড়ে বাঁক নিতে গিয়ে উল্টে যায়। এতে চালকসহ চার যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী আম্বিয়া বেগম মারা যান। কিশোরগঞ্জে আরোহী নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ থেকে জানান, পিকআপের ধাক্কায় সাইদুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর বাকচান্দা বাজার এলাকার নারায়ণপুরের মৃত হযরত আলীর ছেলে। বুধবার সকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের জেলা শহরের সতাল প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।
×