ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে সিরিজ বোমা হামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১০ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৪:৪৫, ১০ আগস্ট ২০১৭

খাগড়াছড়িতে সিরিজ বোমা হামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ  ১০ সেপ্টেম্বর

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ ২০০৫ সালের সিরিজ বোমা হামলা মামলার সাক্ষী উপস্থিত না থাকায় খাগড়াছড়িতে জেএমবির ১৬ সদস্যের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ১০ সেপ্টেম্বর ধার্য করেছে জেলা ও দায়রা জজ আদালত। বুধবার বেলা সাড়ে ১১টায় কড়া নিরাপত্তায় জেএমবির ১৩ সদস্যকে জেলা ও দায়রা জজ রতেœশ্বর ভট্টাচার্যের আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ১০ জেএমবি সদস্যকে দেশের বিভিন্ন কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং বাকি ৩ জন জামিনে থাকায় আদালতে এসে হাজিরা দেয়। উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট খাগড়াছড়ির বিভিন্ন স্থানে জেএমবির সিরিজ বোমা হামলার ঘটনায় সদর থানায় জিআর ১৯৩/০৫ দায়ের করা হয়। ওই মামলার ১৬ আসামির মধ্যে ১৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য বুধবার আদালতে উপস্থিত করা হয়। কিন্তু সাক্ষীরা হাজির না হওয়ায় খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রতেœশ্বর ভট্টাচার্যের আদালত সাক্ষীগ্রহণের পরবর্তী তারিখ আগামী ১০ সেপ্টেম্বর নির্ধারণ করে।
×