ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে সিআইডি পরিচয়ে তুলে নিয়ে ছাত্রকে নির্যাতন

প্রকাশিত: ০৪:৪৪, ১০ আগস্ট ২০১৭

বরিশালে সিআইডি পরিচয়ে তুলে নিয়ে ছাত্রকে নির্যাতন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শহরের চরেরবাড়ির এলাকা থেকে মেহেদী হাসান দীপ নামের এক কলেজ ছাত্রকে সিআইডি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মেহেদী হাসান দীপ সদর উপজেলা শায়েস্তাবাদ এলাকার আব্দুর রব সিকদারের ছেলে ও ঢাকার তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। সিআইডি পুলিশ পরিচয় দেয়া ব্যক্তি হচ্ছেন বিসিসির সাবেক কমিশনার বজলুর রহমানের জামাতা মাহাবুব ইসলাম নোমান। শেবাচিমে চিকিৎসাধীন দীপ বুধবার সকালে সাংবাদিকদের জানান, সোমবার সকালে শায়েস্তাবাদ থেকে চরেরবাড়ি এলাকায় খালার বাসায় বেড়াতে যাওয়ার পর সেখান থেকে তাকে সিআইডি পুলিশ পরিচয় ধরে নিয়ে আমবাগান এলাকায় নোমানের রেস্তোরাঁর চার তলায় আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয়। তার হাতের আঙ্গুল কুপিয়ে জখম করা হয়েছে। রাতে এক হাজার টাকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। তবে কি কারণে তাকে আটক করে নির্যাতন করা হয়েছে তা দীপ বলতে পারেননি। সূত্র মতে, দীপ নিখোঁজ হওয়ার পর তার পরিবার থেকে কোতোয়ালি মডেল থানাকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ দীপের মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারেন সে (দীপ) আমবাগান এলাকায় রয়েছে। এরপর পুলিশ দীপের সন্ধানে বের হওয়ার পরেই নোমান বিষয়টি টের পেয়ে দীপকে ছেড়ে দেয়। পরে গুরুতর আহত দীপকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×