ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে শিক্ষকের বদলি প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৪৪, ১০ আগস্ট ২০১৭

বরিশালে শিক্ষকের  বদলি প্রত্যাহার  দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সরকারী গৌরনদী কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক হীরাজ গাজীর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বুধবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কলেজের সামনের সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় মহাসড়কের দুপাশে ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্সসহ অসংখ্য যানবাহন আটকা পরে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করে নেয়। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানান, সহকারী অধ্যাপক হীরাজ গাজীকে গত চারদিন আগে সংশ্লিষ্ট প্রশাসন অন্যত্র বদলি করেন। তারস্থলে বুধবার সকালে মমতাজ বেগম নামের এক শিক্ষক যোগদান করার পরেই শিক্ষার্থীরা হীরাজ গাজীর বদলির আদেশ প্রত্যাহার ও মমতাজ বেগমের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন। হামদর্দ ভার্সিটিতে আলোচনা সভা সোমবার হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নিজস্ব ক্যাম্পাস হামদর্দ নগর, গজারিয়া, মুন্সিগঞ্জে ‘হামদর্দ আন্তর্জাতিক সমন্বিত ভেষজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র’ সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূইয়া। আরও উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এবং ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান, হামদর্দের সিনিয়র পরিচালক বিপণন ও বিশ^বিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. হাকীম রফিকুল ইসলাম, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. গোলাম মরতুজা প্রমুখ। -বিজ্ঞপ্তি
×