ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর স্বপ্ন ছড়িয়ে দিতে হবে ॥ এমিলি

প্রকাশিত: ০৪:৪২, ১০ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুর স্বপ্ন ছড়িয়ে দিতে হবে ॥ এমিলি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জাতীয় সংসদের সাবেক হুইপ ও সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাঙালী জাতির গর্ব নয়, সভ্যতার গর্বও। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্ন ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে সোনার বাংলার মতোই গড়তে হবে। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে শোকের মাসে টঙ্গীবাড়ি উপজেলার আবদুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণকালে বুধবার তিনি এ কথা বলেন। দুপুর ১২টার দিকে বিদ্যালয় মাঠে টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের এই চারা গাছ বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেনÑ টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতু, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ, ভাইস রাহাত খান রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন প্রমুখ। এ সময় টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার গাছের চারা বিতরণ করা হয়।
×