ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ন্যুক্যাম্পে অপেক্ষায় কুটিনহো

প্রকাশিত: ০৪:৩২, ১০ আগস্ট ২০১৭

ন্যুক্যাম্পে অপেক্ষায় কুটিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ অনেকের ধারণা নেইমার চলে যাওয়ায় ফিলিপ কুটিনহোকে দলে ভেড়াতে চাচ্ছে বার্সিলোনা। বিষয়টি সত্যি হলেও পুরোটা নয়। আসল বিষয় হচ্ছে মৌসুমের শুরু থেকেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার কুটিনহোকে নেয়ার চেষ্টা করছে কাতালানরা। এরমধ্যে নেইমার ন্যুক্যাম্প ছেড়ে পিএসজিতে চলে যান। এরপর কুটিনহোকে পেতে আরও তৎপর হয়েছে কাতালানরা। সর্বশেষ যে খবর তাতে ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে বার্সিলোনায় আসছেন ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, প্রাথমিক চুক্তি বাবদ কুটিনহোকে ৯০ মিলিয়ন ইউরো দেয়া হবে। বোনাসসহ আনুষঙ্গিক সবমিলিয়ে চুক্তির পরিমাণ দাঁড়াবে প্রায় ১২০ মিলিয়ন ইউরো। বার্সা বিশ্বাস করে ব্রাজিলিয়ান এই খেলোয়াড় শুধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সাথে মিলে আক্রমণভাগে নেইমারের অনুপস্থিতিই পূরণ করবে না পাশাপাশি মধ্যমাঠে ৩৩ বছর বয়সী অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাকেও সহযোগিতা করতে পারবেন। গত সপ্তাহে লিভারপুল কোচ জার্গেন ক্লপ বার্সিলোনাকে বলেছিলেন তাদের শক্তি যেন সঞ্চয় করে রাখা হয়, কারণ তিনি কুটিনহোকে ছাড়ছেন না। যদিও সপ্তাহের শেষে ডাবলিনে এ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচে লিভারপুলের হয়ে খেলেননি কুটিনহো। এর আগে ২০১২ সালে এস্পানিওলের হয়ে ছয় মাসের ধারে লা লিগায় খেলেছেন কুটিনহো। ২০১৩ সালের জানুয়ারিতে ৮.৫ মিলিয়ন পাউন্ডে তিনি লিভারপুলে যোগ দেন। ইংলিশ জায়ান্টদের হয়ে এ পর্যন্ত ১৮২ ম্যাচে করেছেন ৪২ গোল। গত বছর ব্রাজিলের কোচ হিসেবে টিটে নিয়োগের পর থেকে জাতীয় দলেও নিজেকে নিয়মিত করেছেন। ইতোমধ্যে ২৮টি আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন সাতটি।
×