ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যানসিটিকে শিরোপা জেতাতে চান গার্ডিওলা

প্রকাশিত: ০৪:৩০, ১০ আগস্ট ২০১৭

ম্যানসিটিকে শিরোপা জেতাতে চান গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডে প্রথম মৌসুমটা একেবারেই বাজে কেটেছে পেপ গার্ডিওলার। স্পেন ও জার্মানিতে দুর্দান্ত সাফল্য পাওয়া এ কোচ গত মৌসুমে ম্যানচেস্টার সিটিকে কোন কিছুই জেতাতে পারেননি। উল্টো ম্যানসিটি কোন কাপ প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ করে নিতে পারেনি। অথচ গার্ডিওলা আসার পর ঐতিহ্যবাহী এ ক্লাবটির প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। সেই প্রত্যাশার বিন্দুমাত্র পূরণ করতে পারেননি তিনি। কিন্তু এবার করণীয়টা বুঝতে পেরেছেন গার্ডিওলা। তিনি এবার ইংলিশ প্রিমিয়ার লীগে দলকে চ্যাম্পিয়ন দেখতে চান। এবার খেলোয়াড় নিলামেই গার্ডিওলা প্রায় ২০০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড ব্যয় করেছেন। ম্যানসিটিকে ঢেলে সাজাতে যা যা করা প্রয়োজন বলে মনে করেছেন সেসবই করেছেন। গার্ডিওলা মনে করছেন একটি দল এখন সুসংহত একটি কাঠামো পেয়েছে। তিনি বলেন, ‘খেলোয়াড়দের প্রতি পূর্ণ সম্মান রেখেই জানাতে চাই যে আমার মনে হয়েছে আমরা একটা পুরনো ফ্যাশনের দল ছিলাম। আমরা গত ৫/৬ বছর ধরে কোন ফুলব্যাক খেলোয়াড়কে কিনিনি। আমরা গত মৌসুমেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের দলে পরিবর্তন আনা প্রয়োজন এবং দলকে আরও তারুণ্যনির্ভর করা দরকার যাতে পরবর্তী ৪/৫ বছরে এটি সংঘবদ্ধ দলে পরিণত হতে পারে।’ এবার সেটাই করেছেন গার্ডিওলা। যেভাবে দল গড়েছেন তারা অনায়াসে আগামী ৪/৫ বছর দলকে টানা কিছু দিতে পারবে। এর মধ্যে আছেন ২৬ বছর বয়সী দানিলো, ২৩ বছর বয়সী বেনজামিন মেন্ডি, ২২ বছর বয়সী বার্নারডো সিলভা এবং ২৩ বছর বয়সী এডারসন এখন ম্যানসিটির খেলোয়াড়। তিনি এদের বিষয়ে বলেন, ‘আমরা এমন কিছু খেলোয়াড়কে নিয়েছি যারা আগামী কয়েক বছরে খুব ভালভাবে নিজেদের নির্ভরযোগ্য হিসেবে থিতু করতে সক্ষম হবে।’ গত মৌসুমে অবশ্য কিছু স্বপ্ন দেখানোর মতো নৈপুণ্য পেয়েছেন খেলোয়াড়দের কাছ থেকে। শুরুর দিকে টানা ১০ জয় পেয়েছিল ম্যানসিটি। আবার চ্যাম্পিয়ন্স লীগের শুরুতেই দারুণ জয় তুলে নিয়েছিল বার্সিলোনার বিরুদ্ধে। কিন্তু সেই ধারাবাহিকতা রাখতে পারেনি ম্যানসিটি। তখন সবাই বলাবলি করছিলেন গার্ডিওলা প্রিমিয়ার লীগের কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে উঠতে পারেননি। লিচেস্টার সিটির কাছে ৪-২ গোলে হারের পর ওই সময় গার্ডিওলা বলেছিলেন, ‘আমি খেলোয়াড়দের দিয়ে ট্যাকল করানোর কোচ নই।’ তবে গার্ডিওলা ম্যাচে দলের রক্ষণব্যুহ গড়ার ক্ষেত্রে সঠিক সমন্বয় খুঁজে পাননি কোন সময়ই। তবে এবার শীর্ষ পর্যায়ের তিনজন ফুলব্যাককে দলে ভিড়িয়েছেন গার্ডিওলা। প্রায় ১২৪ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে তিনি কিনেছেন কাইল ওয়াকার, বেনজামিন মেনডি ও দানিলোকে। তবে চলে গেছেন পাবলো জাবালেতা, ব্যাকারি সাগনা ও গায়েল ক্লিচি। গোলরক্ষক নিয়েও বেশ সমস্যায় ছিলেন তিনি। চলে গেছেন ব্যাকআপ গোলরক্ষক উইলি ক্যাবালেরো। এ কারণে ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনকে বেনফিকা থেকে এনেছেন ৩৫ মিলিয়ন পাউন্ডে। দুই উইঙ্গার নাভাস ও নোলিতো চলে গেছেন। আক্রমণভাবে সার্জিও এ্যাগুয়েরো, গ্যাব্রিয়েল জেসুস, লিওরি সেন, ডেভিড সিলভা, কেভিন ডি ব্রুইন ও রহিম স্টার্লিংয়ের সঙ্গে এবার মোনাকে থেকে যোগ হয়েছেন বার্নারডো সিলভা। তবে না চাইলেও লোনে ওয়েস্টহ্যামের হয়ে খেলবেন এবার জো হার্ট।
×