ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইকন থাকছেন না মুস্তাফিজ

বিপিএল থেকে বাদ বরিশাল বুলস

প্রকাশিত: ০৪:২৯, ১০ আগস্ট ২০১৭

বিপিএল থেকে বাদ বরিশাল বুলস

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) থেকে এবার বাদ পড়েছে বরিশাল বুলস। ফ্র্যাঞ্চাইজির আর্থিক অসঙ্গতি রয়েছে। বিপিএল গবর্নিং কাউন্সিলের শর্ত পূরণ করতে পারেনি। তাই দলটিকে এবার পঞ্চম আসর থেকে বাদ দেয়া হয়েছে। বরিশাল বুলস বাদ পড়ায় আইকন ক্রিকেটারও থাকছেন না ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। আর্থিক অসঙ্গতি যেসব দলের রয়েছে তাদের কোনভাবেই ছাড় দেয়া হয়নি। বিপিএল গবর্নিং কাউন্সিল বরাবরই এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এবারও এর ব্যতিক্রম ঘটছে না। প্রতিবারই আর্থিক অসঙ্গতির কারণে দল ছাঁটাই হয়েছে। এবার বিসিবির পরিচালক আব্দুল আউয়াল চৌধুরী ভুলুর দল বরিশাল বুলস হলেও ছাড় দেয়া হয়নি। দলটিকে বাদ দেয়া হয়েছে। বরিশাল বুলসকে বাদ দেয়ায় স্বাভাবিকভাবেই একজন আইকন ক্রিকেটারও কমবে। যেহেতু সব দল আইকন ক্রিকেটার নিয়ে নেয়। মুস্তাফিজুর রহমান শুধু বাদ ছিলেন। বরিশাল বুলসের আইকন হিসেবে মুস্তাফিজই ছিলেন। কিন্তু এখন বরিশাল বুলস দলটি বাদ পড়াতে মুস্তাফিজও আইকন থাকতে পারছেন না। এখন মুস্তাফিজকেও ‘প্লেয়ার্স ড্রাফটে’ ওঠাতে হবে। কিন্তু আইকন হিসেবে যে মূল্য পেতেন মুস্তাফিজ, ‘প্লেয়ার্স ড্রাফটে’ কি সেই মূল্য পাবেন? তা না হওয়ার সম্ভাবনাই তো বেশি। বরিশাল বুলস বাদ পড়ায় ক্ষতি বেশি তাহলে মুস্তাফিজেরই হয়ে গেল। বরিশাল বুলস যে বাদ সেই ঘোষণা বুধবার বিপিএল গবর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহাই দেন। ঢাকা ক্লাবে সাংবাদিকদের সিনহা জানান, বরিশাল এবার লীগে থাকছে না। প্রশ্ন ওঠে এখন যেহেতু বরিশাল বুলস থাকছে না, তাহলে মুস্তাফিজ কোথায় যাবেন? সিনহা জানান, ‘স্বাভাবিকভাবেই মুস্তাফিজ এখন বরিশালের ক্রিকেটার না। তবে বিপিএলের আসন্ন নিলামে তার নতুন দল ঠিক করা হবে।’ বিপিএলে এবার আট দল খেলার কথা ছিল। বরিশাল বুলস না থাকায় এখন সাত দল খেলবে। একদল কমাতে কী বিদেশী ক্রিকেটার যে পাঁচজন খেলানো যাবে সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত কী পুনর্বিবেচনা হবে? সিনহা জানিয়ে দিয়েছেন, পাঁচজন বিদেশী খেলানোর সিদ্ধান্তই থাকছে। তাতে কোন পরিবর্তন আসছে না। প্রথম বিপিএল ২০১২ সালে অনুষ্ঠিত হয়। সেবার ৬ দল খেলে। এরপর ২০১৩ সালে একদল বাড়ে। ম্যাচ গড়াপেটা ইস্যুতে এরপর একবছর লীগ বন্ধ থাকে। যখন ২০১৫ সালে আবার বিপিএল হয় তখন ম্যাচ গড়াপেটার জন্য ঢাকা গ্ল্যাডিয়েটর্স বাদ পড়ে। আর আর্থিক অসঙ্গতির জন্য একাধিক দল বাদ পড়ে। ছয়টি দল খেলে। গত আসরে খেলে সাতটি দল। এবার আটটি দল খেলার কথা ছিল। কিন্তু বরিশাল বাদ পড়ায় সাতটি দলই থাকছে।
×