ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চালের আমদানি শুল্ক আরও ৫ শতাংশ কমছে

প্রকাশিত: ০৪:১৭, ১০ আগস্ট ২০১৭

চালের আমদানি শুল্ক আরও ৫ শতাংশ কমছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চালের আমদানি শুল্ক আরও ৫ শতাংশ কমছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে নির্দেশনা দেওয়ার পর মঙ্গলবার জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে বিষয়টি অবহিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত কার্যকর হলে চালের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমে ৫ শতাংশে নেমে আসবে। এ বিষয়ে কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘চালের শুল্ক আগে ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছিল। সোমবার প্রধানমন্ত্রী সেখান থেকে আরও ৫ শতাংশ কমিয়ে দিয়েছেন। এখন আমদানি শুল্ক থাকছে মাত্র ৫ শতাংশ। আশা করা যায় এতে চালের দাম আরও কমে আসবে।’ তিনি আরও বলেন, ‘চালের দাম বাড়ার কোন কারণ নেই। যথেষ্ট পরিমাণ চালের মজুদ রয়েছে। বন্যায় জনমনে প্যানিক সৃষ্টি ও কিছু লোকের কারসাজির জন্য দামটা বেড়ে গেছে।’ তবে সংসদীয় কমিটিকে বিষয়টি অবহিত করা হলেও এ বিষয়ে এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, এখন অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন যাবে।’ এদিকে, চালের আমদানি শুল্ক কমছে এমন আগাম ধারণা পাওয়ায় বলে হিলি বন্দরে শত শত চালের ট্রাক আটকে আছে।
×