ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জমি কিনবে ইফাদ অটো

প্রকাশিত: ০৪:১৪, ১০ আগস্ট ২০১৭

জমি কিনবে ইফাদ অটো

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদ ঢাকা জেলার ধামরাইয়ের সুতিপাড়া বেলিশহরে ৪৬ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। রেজিস্ট্রেশন ফিসহ জমির দর হবে ৩৬ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। অর্থনৈতিক রিপোর্টার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালনে কর্মসূচী চূড়ান্ত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৭ পালন করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) অনুরোধে সপ্তাহব্যাপী এ কার্যক্রম পরিচালনা করবে বিএসইসি। এর প্রাথমিক কর্মসূচী চূড়ান্ত করেছে বিএসইসি। মঙ্গলবার ডিএসইসি আয়োজিত এক মতবিনিময় সভায় এটি চূড়ান্ত করা হয়। ৭ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডিএসই ব্রোকারেজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সিনিয়র সহ-সভাপতি মোস্তাক সাদেককে। কমিটির অন্য সদস্যরা হলেন ডিএসইর মহাব্যবস্থাপক মোঃ সামিউল ইসলাম, সিএসইর উপ-মহাব্যবস্থাপক মোঃ গোলাম ফারুক, এ্যাসেট ম্যানেজারদের থেকে খন্দকার আসাদুল ইসলাম রিপন, বিএসইসির মোহাম্মদ জোবায়ের উদ্দিন ভূইয়া এবং সেন্টার ডিপোজিটরি বাংলাদেশের (সিডিবিএল) মোঃ মনির। অর্থনৈতিক রিপোর্টার
×