ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সালমান শাহর মৃত্যু

প্রবাসী রুবিকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ পিবিআই’র

প্রকাশিত: ০৮:৩১, ৯ আগস্ট ২০১৭

প্রবাসী রুবিকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ পিবিআই’র

আজাদ সুলায়মান ॥ ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য উদ্ঘাটনে সন্দেহভাজন সব অভিযুক্তকেই জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিবিআই। আমেরিকা প্রবাসী রাবেয়া সুলতানা রুবিকেও জিজ্ঞাসাবাদ করার উদ্যোগ নিয়েছে পিবিআই। আলোড়ন সৃষ্টিকারী এ মামলার অন্যতম সন্দেহভাজন অভিযুক্ত বর্তমানে আমেরিকা প্রবাসী রাবেয়া সুলতানা রুবি হঠাৎ সোমবার ফেসবুকে মুখ খোলার পর তোলপাড় দেখা দেয়। ঢাকাই চলচ্চিত্রেও নতুন করে গ্রেফতার আতঙ্ক ছড়িয়েছে। একজন চলচ্চিত্র প্রযোজকসহ সালমানের বেশ কয়েকজন সহ-শিল্পীকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এদিকে মঙ্গলবার সালমানের মা নীলা চৌধুরী লন্ডন থেকে ফেসবুক স্ট্যাটাসে রাবেয়া সুলতানা রুবির বোম ফাটানো বক্তব্যকে আমলে নিয়ে ১৬৪ ধারায় তার জবানবন্দী রেকর্ড করার দাবি জানিয়েছেন পিবিআইকে। জানতে চাইলে পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার বশীর আহমেদ জনকণ্ঠকে বলেন, অবশ্যই রুবির বক্তব্য আমলে নেয়ার মতো এবং তিনি যদি জবানবন্দী দিতে আগ্রহ প্রকাশ করেন সেটা অবশ্যই গুরত্বের সঙ্গে বিবেচনায় নেয়া হবে। একুশ বছর পর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হওয়া রাবেয়া সুলতানা রুবি যুক্তরাষ্ট্র থেকে দাবি করেছেন-আত্মহত্যা নয়, সালমান শাহ হত্যার শিকার হয়েছিলেন এবং তার স্ত্রী সামিরা হকের পরিবারই তাকে খুন করিয়েছিল। ফেসবুকে এক ভিডিওবার্তায় রুবির ওই বক্তব্য আসার পর যুক্তরাজ্যে বসবাসরত নীলা সোমবার নিজের ফেসবুক স্ট্যাটাস ও ঢাকার একটি অনলাইনকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, সব অপরাধীই এক সময় অপরাধ স্বীকার করতে বাধ্য হয়, রুবির বক্তব্যই তার প্রমাণ। যে স্বীকারোক্তি রুবি দিয়েছে, কোন পাগল কি এভাবে বলবে? সে তো নিজে এসে সাক্ষী দিতে চাচ্ছে। তাকে সরকারের মাধ্যমে ঢাকায় এনে তার জবানবন্দী নেয়া হোক। এটা ১৬ কোটি মানুষের দাবি, কেবল নীলা চৌধুরীর দাবি নয়।
×