ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনে সব দল অংশ নেবে- ব্রিটিশ প্রতিমন্ত্রীর আশাবাদ

প্রকাশিত: ০৮:২৭, ৯ আগস্ট ২০১৭

আগামী নির্বাচনে সব দল অংশ নেবে- ব্রিটিশ প্রতিমন্ত্রীর আশাবাদ

কূটনৈতিক রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী এবং লর্ড আহমেদ অফ উইম্বলডন তারিক মাহমুদ আহমেদ। তারিক মাহমুদ আহমেদ মঙ্গলবার বিকেলে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান। এছাড়া ব্রিটিশ প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠক করেছেন। বৈঠকে যুদ্ধাপরাধী মঈন উদ্দিন চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করেন শাহরিয়ার আলম। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারিক মাহমুদ বলেন, আমরা আশা করি বাংলাদেশের আগামী নির্বাচন সকলের অংশগ্রহণের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে। ব্রিটিশ প্রতিমন্ত্রী ব্রেক্সিট প্রসঙ্গে বলেন, এটা বাংলাদেশের জন্য কোন ক্ষতির কারণ হবে না এবং বাংলাদেশ যুক্তরাজ্য থেকে যেসব ব্যবসায়িক সুবিধা পেয়ে আসছে তা অব্যাহত থাকবে। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নেরও প্রশংসা করেন তারিক মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশেরও বলার মতো একটি চমৎকার গল্প রয়েছে...এবং আপনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হয়ে উঠবে। তিনি বাংলাদেশের কওমী মাদ্রাসার শিক্ষাকে মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করার সরকারী উদ্যোগেরও প্রশংসা করেন। এ সময় শেখ হাসিনা বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই তার সরকার গণশিক্ষার প্রসারে সর্বাধিক গুরুত্বারোপ করেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয়ে শতকরা ৬০ ভাগ নারী শিক্ষক অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার সরকার পার্শ্ববর্তী দেশের সঙ্গে যৌথ উদ্যোগে সীমান্তে মানবপাচার বন্ধের উদ্যোগ নিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্স নীতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কাউকেই কোন প্রকার সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য বাংলাদেশের ভূখ- ব্যবহার করতে দেয়া হবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, সকল শ্রেণীপেশার মানুষের মধ্যে গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে তার সরকার সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ উৎপাটনের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক ॥ ঢাকায় সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারিক মাহমুদ আহমেদ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির জন্য ব্রিটিশ সরকারের সহায়তা কামনা করেন। একই সঙ্গে যুক্তরাজ্যে অবস্থানরত যুদ্ধাপরাধী মঈন উদ্দিন চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করেন।
×