ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হেমানজিওমা’য় আক্রান্ত মুক্তামণি ॥ শনিবার অস্ত্রোপচার

প্রকাশিত: ০৮:২৫, ৯ আগস্ট ২০১৭

হেমানজিওমা’য় আক্রান্ত মুক্তামণি ॥ শনিবার অস্ত্রোপচার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাতক্ষীরার শিশু মুক্তামণির হাতে অস্ত্রোপচার করা হবে আগামী শনিবার। তার বায়োপসি রিপোর্ট পাওয়ার পরই এই সিদ্ধান্ত হয়। এমনকি এই রিপোর্ট পাওয়ার পর তার রোগও শনাক্ত হয়েছে। হেমানজিওমা’য় আক্রান্ত মুক্তামণি। মঙ্গলবার সকালে ১৪ সদস্যবিশিষ্ট একটি মেডিক্যাল বোর্ড মিটিং শেষে এ তথ্য জানান জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন। সামন্ত লাল সেন জানান, সোমবার রাতে আমরা মুক্তার বায়োপসি রিপোর্ট হাতে পাই। প্রতিবেদন পেয়েছি, টিউমার ধরা পড়েছে। এই রোগটার নাম ‘হেমানজিওমা’। তিনি জানান, আগামী শনিবার সকাল ৮টায় মুক্তামণির হাতে অস্ত্রোপচার করার বিষয়ে মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, গত ১১ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় মুক্তামণিকে। ওদিনই চিকিৎসার জন্য ডাঃ সামন্ত লাল সেনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
×