ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডেমরায় গৃহবধূ ধর্ষণ

কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৮:২৪, ৯ আগস্ট ২০১৭

কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাওরান বাজার বস্তি সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে ডেমরায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় ঐ যুবককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে মোহাম্মদপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া ক্যান্টনমেন্ট এলাকায় ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ লিটন শেখ (৪২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মঙ্গলবার সকালে কাওরান বাজার বস্তি সংলগ্ন রেললাইন দিয়ে হাঁটছিলেন ওই যুবক। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী ‘বলাকা পরিবহন’ নামে একটি ট্রেন বারবার হর্ন দিলেও সে শুনতে পায়নি। পরে ওই ট্রেনের নিচে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের পরনে ছিল ছাই রংয়ের হাফ হাতা গেঞ্জি ও ট্রাউজার। গৃহবধূ ধর্ষনের অভিযোগ ॥ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগে ওই মহিলার ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ সোমবার গভীররাতে অভিযুক্ত ধর্ষক জাবেদ কাদরী (২৭) গ্রেফতার করেছে। ওই গৃহবধূর স্বামী কাঠমিস্ত্রির কাজ করতো। তিনি জানান, জাবেদা কাদরী পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি। সে ওই গৃহবধূর স্বামীর পূর্ব পরিচিত। শনিবার রাতে জরুরি প্রয়োজনে তার স্বামী চট্রগামে যায়। সেদিন রাত সাড়ে নয়টার দিকে জাবেদ তার বাসায় আসে। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে সে গৃহবধূকে ধর্ষণ করে। বন্দুকযুদ্ধে দু’জন গুলিবিদ্ধ ॥ মোহাম্মদপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। আহতরা হচ্ছে মোঃ হেলাল (৩৫) ও মোঃ সিরাজুল ইসলাম ওরফে সিরাজ সিকদার (৫৫)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় সেখান থেকে ডাকাতদলের আরও চার সদস্য গ্রেফতার করা হয়। এরা হচ্ছে, রাশেদুজ্জামান ওরফে সুমন (২২), মোখলেছ ওরফে নুরে আলম (১৮), নুর মোহাম্মদ আলী ওরফে সুমন (২০) ও আব্দুল ওহাব ওরফে সুজন (১৯)। ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার ॥ রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ লিটন শেখ (৪২) নামে এক মাদক বিক্রেতা গ্রেফতার করা হয়েছে। ইয়াবা ট্যাবলেটগুলো আনুমানিক মূল্য ১ লাখ ৯৭ হাজার ৫“শত টাকা।
×