ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী হিসেবে বেগম মুজিব উজ্জ্বল ভূমিকা পালন করেন ॥ মতিয়া

প্রকাশিত: ০৮:২২, ৯ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী হিসেবে বেগম মুজিব উজ্জ্বল ভূমিকা পালন করেন ॥ মতিয়া

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ধন সম্পদে নয়, চিত্তে-বিত্তে তিনি ঐশ্বর্যশালী হয়েছিলেন। মুজিব ভাই, শেখ সাহেব, বঙ্গবন্ধু জাতির পিতা হওয়ার নেপথ্যে যে মানুষটির ভূমিকা ছিল অসামান্য তিনি হলেনÑ বেগম ফজিলাতুন্নেছা মুজিব। চিত্তে-বিত্তে ঐশ্বর্যনী হয়ে উঠেছিলেন বলেই বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী হিসেবে বেগম মুজিব উজ্জ্বল ভূমিকা পালন করতে পেরেছিলেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জš§দিন উপলক্ষে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সংগঠনের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যা অধ্যাপিকা সুলতানা শফি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেছা ইন্দিরা, শিক্ষাবিষয়ক সম্পাদিকা শামসুন নাহার চাপা, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও কার্যনির্বাহী সংসদের সদস্য ড. মেরিনা জাহান কবিতা। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা বেগম ক্রীক।
×