ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএইচএমএস কোর্স ঢাবির ফার্মেসী অনুষদে রাখার দাবি হোপেসের

প্রকাশিত: ০৮:২১, ৯ আগস্ট ২০১৭

বিএইচএমএস কোর্স  ঢাবির ফার্মেসী  অনুষদে রাখার  দাবি হোপেসের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বিএইচএমএস (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এ্যান্ড সার্জারী) কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসী অনুষদে রাখার দাবি জানিয়েছেন হোমিও পেশাজীবী সমিতি (হোপেস)। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। পেশাগত বিএইচএমএস কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদ থেকে ঢাকা মেডিক্যাল কলেজের অন্তর্ভুক্ত মেডিসিন অনুষদে নেয়ার নির্দেশের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে আমান উল্লাহ জিকু বলেন, আমাদের বিএইচএমএস কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদে অন্তর্ভুক্ত ছিল। ইতোমধ্যেই ফার্মেসী অনুষদ থেকে মেডিসিন অনুষদে নেয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে ষড়যন্ত্রকারীরা। আমরা ফার্মেসী অনুষদের অধীনেই থাকতে চাই। সেটি কোনভাবেই মেডিসিন অনুষদে নিতে দেয়া যাবে না।
×