ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীনে ভূমিকম্পে ৫ পর্যটক নিহত ॥ আহত ৬০

প্রকাশিত: ০৮:১৮, ৯ আগস্ট ২০১৭

চীনে ভূমিকম্পে ৫ পর্যটক নিহত ॥ আহত ৬০

জনকণ্ঠ ডেস্ক ॥ চীনের সিচুয়ান প্রদেশের পার্বত্যাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৬০ জন। আহতদের ৩০ জনের অবস্থা গুরুতর। একটি পর্যটন স্পটে আটকা পড়েছেন আরও ১০০ পর্যটক। মঙ্গলবার রাত নয়টার দিকে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। খবর বিবিসি ও এএফপির। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, গুয়ানজিয়ান শহরের ২০০ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে প্রত্যন্ত এলাকায় এই ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। নিহতরা সবাই পর্যটক বলে চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র পিপলস ডেইলি জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, একটি হোটেলের অভ্যর্থনা এলাকা ধসে কয়েকজন আটকা পড়েছেন। তবে ভবন থেকে ৫০০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, আহতদের দ্রুত চিকিৎসা দেয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দেয়া হবে।
×