ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাবি সিনেট নির্বাচন বাতিল ও ডাকসু নির্বাচনের দাবিতে মিছিল

প্রকাশিত: ০৮:০২, ৯ আগস্ট ২০১৭

ঢাবি সিনেট নির্বাচন বাতিল ও ডাকসু নির্বাচনের দাবিতে মিছিল

জবি সংবাদদাতা ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেট নির্বাচন বাতিল ও অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট ঢাবি শাখা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলায় শেষ হয়। প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকে ভজন বিশ্বাসের এক বার্তায় এ তথ্য জানান হয়। সমাবেশে এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষিকা মোশাহিদা সুলতানা সংহতি জানিয়ে বলেন, জোটের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে ইউজিসির ২০ বছর মেয়াদী কৌশলপত্র বাস্তবায়নে শিক্ষা বাণিজ্যের পথে হাঁটছে সে কারণেই তারা ডাকসু নির্বাচনের পক্ষে দাঁড়াবেন। এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষকদের হামলার নিন্দা জানান তিনি। সমাবেশে আরও সংহতি জানান সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লূৎফা।
×