ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় শোক দিবসের কর্মসূচী নির্বিঘ করতে সব ব্যবস্থা গ্রহণ

প্রকাশিত: ০৮:০১, ৯ আগস্ট ২০১৭

জাতীয় শোক দিবসের  কর্মসূচী নির্বিঘ করতে সব  ব্যবস্থা গ্রহণ

বিশেষ প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে গৃহীত বিভিন্ন কর্মসূচী নির্বিঘœ করতে নিরাপত্তাজনিত সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত সার্বিক আইনশৃঙ্খলা ফলোআপ বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, রাজধানীসহ সারাদেশে ১৫ আগস্টের অনুষ্ঠানস্থল ঘিরে সিসি ক্যামেরা, ইলেক্ট্রনিক ডিভাইজসহ আইনশৃঙ্খলা বাহিনীর চৌকস দল প্রস্তুত থাকবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট অফিসারদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা অব্যাহত। পররাষ্ট্রমন্ত্রণালয় এই বিষয়ে সর্বক্ষণিক কাজ করছে। আমরা আশা করছি খুব কম সময়ের মধ্যেই খুনীদের ফিরিয়ে আনতে পারব।
×