ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপিএল ফুটবল ব্রাদার্সকে হারিয়ে তিনে রহমতগঞ্জ

প্রকাশিত: ০৭:৫৪, ৯ আগস্ট ২০১৭

বিপিএল ফুটবল ব্রাদার্সকে হারিয়ে  তিনে রহমতগঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালের পর তৃতীয় দল হিসেবে অপরাজিত ছিল ব্রাদার্স ইউনিয়ন। আগেও দুই ম্যাচেই প্রতিপক্ষের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। কিন্তু মঙ্গলবার তাদের এই কৃতিত্ব ধূলিসাৎ করে দিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের খেলায় দুইবারের লীগ চ্যাম্পিয়ন ব্রাদার্সকে ১-০ গোলে হারায় রহমতগঞ্জ। এটা রহমতগঞ্জের দ্বিতীয় জয়। ৬ পয়েন্ট কুড়িয়ে উঠে এলো পঞ্চম থেকে তৃতীয় স্থানে। পেছনে ফেলল শেখ রাসেল ও আবাহনীকে। ব্রাদার্স ও রহমতগঞ্জ উভয় দলই ৪-৩-৩ ফর্মেশনে খেলে। যদিও প্রথমার্ধে রহমতগঞ্জই বেশি আক্রমণ করে। ২৫ মিনিটে রহমতগঞ্জের মিডফিল্ডার শাহ্রান হাওলাদার মাঝমাঠ থেকে ফরোয়ার্ড পাস বাড়ান সতীর্থ মিডফিল্ডার মোহাম্মদ ইলিয়াসের উদ্দেশে। সেই বল ধরে ত্বরিত গতিতে ব্রাদার্স ডিফেন্ডারদের গতিতে হারিয়ে বক্সে ঢুকে পড়েন ইলিয়াস। বিপদ বুঝে সামনে এগিয়ে আসেন ব্রাদার্স গোলরক্ষক কামাল হোসেন টিটু। কিন্তু তাতে শেষরক্ষা করতে পারেননি তিনি। ডান পায়ের তীব্র শটে টিটুকে পরাস্ত করেন ইলিয়াস (১-০)। গোল করেই তিনি দৌড়ে চলে যান ডাগ আউটের দিকে। সেখানে কোচ কামাল বাবুর পা ছুঁয়ে সালাম করে এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম দেন ইলিয়াস। ব্রাদার্সের ইতালিয়ান কোচ জিওভান্নি স্কানুকে এদিন ডাগআউটে দেখা যায়নি। অসুস্থ মাকে দেখতে ছুটি নিয়ে নিজ দেশে গেছেন তিনি।
×