ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বজিত হত্যাকাণ্ড

উচ্চ আদালতের রায়ে দেশবাসী ক্ষুব্ধ ও হতাশ ॥ সিপিবি

প্রকাশিত: ০৭:৫২, ৯ আগস্ট ২০১৭

উচ্চ আদালতের রায়ে দেশবাসী ক্ষুব্ধ ও হতাশ ॥ সিপিবি

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বজিত দাস হত্যাকাণ্ডে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আট আসামির দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখে, চারজনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন, অপর দুইজনকে খালাস প্রদান এবং তের জনের যাবজ্জীবন প্রাপ্তদের মধ্যে যে দুইজন আপীল করেছে তাদেরকে হাইকোর্ট খালাস প্রদান করায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। মঙ্গলবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উচ্চ আদালতের এ রায়ে দেশবাসী ক্ষুব্ধ ও হতাশ। নেতৃবৃন্দ বলেন, আদালত নিজেই সন্দেহ প্রকাশ করেছে এ হত্যাকাণ্ডে পুলিশ কর্তৃক প্রস্তুতকৃত লাশের সুরতহাল প্রতিবেদন এবং চিকিৎসক কর্তৃক প্রদত্ত ময়নাতদন্ত প্রতিবেদন অসামঞ্জস্যপূর্ণ। দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও চিকিৎসক দায়িত্বে অবহেলা ও পেশাগত অসদাচরণ করেছেন কিনা উচ্চ আদালত তদন্তের নির্দেশ দিয়েছে যথোপযুক্ত কর্তৃপক্ষকে। উচ্চ আদালতের পর্যবেক্ষণের প্রতি দিক নির্দেশ করে নেতৃবৃন্দ দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও চিকিৎসকের ইচ্ছাকৃত ত্রুটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানান।
×