ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাড়ি চালক ভালুক

প্রকাশিত: ০৫:৪৩, ৯ আগস্ট ২০১৭

গাড়ি চালক ভালুক

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডুরাঙ্গে এবার গাড়ি চালিয়েছে ভালুক। ছোট্ট শহরটিতে প্রায় কালো ভালুক গাড়িতে আটকাপড়ে। তবে এবার একটু ব্যতিক্রম ঘটনা ঘটেছে। আটকাপড়া একটি ভালুক গাড়ি চালাতে গিয়ে ডাকবাক্সে ধাক্কা মেরেছে। স্থানীয় শেরিফ বলেন, খাদ্য সঙ্কটে পড়ে কালো ভালুক লোকালয়ে চলে আসে। কিছু ভালুক হাতল ঘুরিয়ে গাড়ির দরজাও খুলতে জানে। তবে এবারে কেবল হাতল ঘুরিয়েই ক্ষান্ত হয়নি, গিয়ারে চাপ দিয়ে গাড়িও চালিয়েছে। তবে এতে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। বিবিসি রাঁধুনি রোবট রোবটদের ওপর আসছে একের পর এক দায়িত্ব। জুতা সেলাই থেকে চ-িপাঠ সবই করতে হচ্ছে তাদের। এরপরও তাদের দায়িত্বের বোঝা কমছে না। এবার তাদের ঢুকিয়ে দেয়া হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে দায়িত্বে থাকা রোবটের নাম হচ্ছে রোবো শেফ। তাকে রান্না শিখিয়েছেন বিবিসির মাস্টারশেফ চ্যাম্পিয়ন টিম আন্ডারসন। রোবো শেফের সঙ্গে কাজ করে তিনিও মুগ্ধ। -বিবিসি
×