ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বিএমটিএফ পরিদর্শন করলেন সৌদি সশস্ত্র বাহিনী প্রধান

প্রকাশিত: ০৫:৪২, ৯ আগস্ট ২০১৭

গাজীপুরে বিএমটিএফ পরিদর্শন করলেন সৌদি সশস্ত্র বাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ সৌদি আরবের তিন বাহিনীর একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল মঙ্গলবার গাজীপুরের বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি (বিএমটিএফ) পরিদর্শন করে। রয়্যাল সৌদি আর্মড ফোর্সেসের চীফ অব জেনারেল স্টাফ জেনারেল আবদুল রহমান বিন সালেহ আল-বানইয়ানের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলটি বেলা ১১টার দিকে বিএমটিএফে এসে পৌঁছে। এ সময় বিএমটিএফের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি তাদের অভ্যর্থনা জানান। প্রতিনিধি দলকে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিএমটিএফের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্রিফিং করা হয়। পরে তারা বিএমটিএফের বিভিন্ন শপ ও ফ্যাক্টরি পরিদর্শন করে। পরিদর্শনকালে বাংলাদেশের অর্থনীতিতে বিএমটিএফের অবদান দেখে প্রতিনিধি দল ভূয়সী প্রশংসা করে। এর আগে প্রতিনিধি দলটি হেলিকপ্টারযোগে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) আসে। সেখানে তাদের বিওএফের কমান্ড্যান্ট মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী আরসিডিএফ পিএসসি অভ্যর্থনা জানান এবং ব্রিফিং করেন। পরে তারা বিওএফের বিভিন্ন শপ ও কার্যক্রম পরিদর্শন করে। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সৌদি প্রতিনিধি দলের অন্যরা হলেন নেভাল ফোর্সের রিয়ার এডমিরাল সালেহ বিন মোহাম্মদ আল-শামরানি, ল্যান্ড ফোর্সের মেজর জেনারেল সোনাইদ দাহের আল-মুজাইনী, সিজিএসের মিলিটারি এ্যাডভাইজার মেজর জেনারেল ফাহাদ বিন সৌদ আল-যোহানি, মিলিটারি গোয়েন্দা সংস্থার মেজর জেনারেল ইঞ্জি. মাশারি বিন সাদ আল-গুনাইম, আর্মড ফোর্স সেনা শিক্ষা কোরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বিন যায়েদ আল-মোতাইন, বিমান বাহিনীর এয়ার কমোডর খালেদ বিন সালামা আল-লুগমানি, জেনারেল রিলেশন এ্যান্ড মোরাল গাইডেন্সের ডিজি গ্রুপ ক্যাপ্টেন মাজেদ বিন আব্দুল্লাহ তালেব, ডিরেক্টর অব মিলিটারি ওয়ার্কসের কর্নেল ইঞ্জি. মোহাম্মদ ইয়াহিয়া আল-বাদাইয়ি, সিজিএস দফতরের লে. কর্নেল আহমেদ বিন সালেহ, ডিরেক্টরেট অব জেনারেল রিলেশন এ্যান্ড মোরাল গাইডেন্সের ইব্রাহিম বিন আব্দুল রহমান আল-হোসাইনী প্রমুখ।
×