ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভুয়া এভারেস্ট জয়ী দম্পতি

প্রকাশিত: ০৫:৩৯, ৯ আগস্ট ২০১৭

ভুয়া এভারেস্ট জয়ী দম্পতি

ভারতের প্রথম দম্পতি হিসেবে এভারেস্ট জয়ের দাবি ভুয়া প্রমাণিত হওয়ায় পুলিশে কর্মরত কনস্টেবল দম্পতি দীনেশ ও তারকেশ্বরী রাঠৌরকে বরখাস্ত করেছে পুণে রাজ্য প্রশাসন। তদন্তের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ২০১৬ সালের মে মাসে এভারেস্টের চূড়ায় জাতীয় পতাকা হাতে দাঁড়ানো ওই দম্পতির ছবি ফেসবুকে ভাইরাল হয়। কিন্তু, পরে সুরেন্দ্র শেলকে নামের এক বিশেষজ্ঞ ওই দাবি সঠিক নয় বলে অভিযোগ করলে সব ফাঁস হয়ে যায়। -বিবিসি ৮২ বছর বয়সী নির্মাতা! জাপানের ৮২ বছর বয়সী মাসাকো ওয়াকামিয়া পেশাদার এ্যাপ নির্মাতা হিসেবে এ্যাপলের জন্য এ্যাপ তৈরিতে কাজ করছেন। তিনি এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক আইফোন এ্যাপ নির্মাতা হিসেবে পরিচিত। স্মার্টফোনের বিভিন্ন সেবা প্রবীণদের কাছে সহজলভ্য করতে কাজ করছেন তিনি। প্রবীণদের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ কম দেখে হতাশ হয়েছিলেন মাসাকো। এরপর নিজ থেকেই কোড শেখেন এবং নিজের দক্ষতা দেখাতে শুরু করেন। -দ্য হিন্দু
×