ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলায় সরকারী সাইট হ্যাকড

প্রকাশিত: ০৫:৩৮, ৯ আগস্ট ২০১৭

ভেনিজুয়েলায় সরকারী সাইট  হ্যাকড

একটি হ্যাকিং গ্রুপ স্বৈরশাসক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বেশ কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছে। ‘বাইনারি গার্ডিয়ানস’ নামের ওই গ্রুপটি রবিবার ভ্যালেন্সিয়ার কেন্দ্রীয় শহরের একটি সেনাঘাঁটিতে আক্রমণকারী বন্দুকধারীদের একটি গ্রুপকে সমর্থন করে ওই ওয়েবসাইটগুলোতে বার্তা পোস্ট করে। খবর বিবিসির। প্রেসিডেন্ট মাদুরোর সমর্থকরা দেশটির রাজধানী কারাকাসের উদ্দেশে যাত্রা শুরু করেছে। তারা বিরোধী দলগুলোর মাসব্যাপী বিক্ষোভ ও অস্থিতিশীল পরিস্থিতি সমাপ্তির আহ্বান জানান। দেশটিতে অর্থনেতিক ক্রমাবনতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এক শ’রও বেশি মানুষ নিহত হয়েছে এবং বিরোধী পক্ষগুলো মনে করছে, সরকার অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করতে চেষ্টা করছে। হ্যাকিং গ্রুপটি দেশটির যেসব ওয়েবসাইট হ্যাক করে তার মধ্যে রয়েছে- ‘ভেনিজুয়েলান গবর্নমেন্ট’, ‘ন্যাশনাল ইলেকশন কমিশন’ ও ‘ভেনিজুয়েলান নেভি’। সরকারের প্রধান ওয়েবসাইটিতে ‘অপারেশন ডেভিড’ নামে বার্তা প্রেরণ করা হয়।
×