ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেনিয়ায় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ

প্রকাশিত: ০৫:৩৮, ৯ আগস্ট ২০১৭

কেনিয়ায় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ

কেনিয়ায় মঙ্গলবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ক্ষমতাসীন উহুরু কেনায়াত্তা ও তার প্রতিদ্বন্দ্বী রাইলা ওদিঙ্গার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। স্থানীয় সময় সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা এক কোটি ৯০ লাখ। দেশটিতে জনসংখ্যার মোট পরিমাণ চার কোটি ৮০ লাখ। এদিকে নির্বাচনী প্রচারের শেষের দিনগুলোতে সহিংসতায় শীর্ষ নির্বাচন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন এবং বিরোধীরা যেসব কেন্দ্রে তাদের সমর্থক বেশি সেখানে পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছে। সরকার নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও সন্দেহের সৃষ্টি করছে বলেও তারা অভিযোগ করেছে। খবর এএফপির। সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীর দেড় লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রায় ১০ হাজার পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেছে।
×