ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ার ওপর নিষেধাজ্ঞায় সবচেয়ে ক্ষতি হবে চীনের

প্রকাশিত: ০৫:৩৮, ৯ আগস্ট ২০১৭

উ. কোরিয়ার ওপর নিষেধাজ্ঞায়  সবচেয়ে ক্ষতি হবে চীনের

উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্কের কারণে দেশটির ওপর আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতি হবে চীনের। তারপরও চীন জাতিসংঘের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সব সময় কাজ করে যাবে বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি। ওয়েবসাইট। শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। এতে দেশটির বার্ষিক তিন শ’ কোটি ডলারের রফতানি বাণিজ্যের এক-তৃতীয়াংশ হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে ওয়াং বলেন, নতুন নিষেধাজ্ঞা দেখিয়েছে চীন এবং বিশ্ব সম্প্রদায় উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরোধী। ঐতিহ্যগতভাবেই চীনের সঙ্গে উত্তর কোরিয়ার বাণিজ্যিক সম্পর্ক আছে। নিষেধাজ্ঞা আরোপে প্রধানত চীনকেই মূল্য চুকাতে হবে। কিন্তু আন্তর্জাতিক অস্ত্রবিস্তার রোধ পদ্ধতিকে সুরক্ষা দেয়ার জন্য এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আগের মতোই সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার সব ধারা পুরোপুরি ও কঠোরভাবে মেনে চলবে চীন।
×