ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিহত ১, আহত ৪৫ ॥নওয়াজের গাড়ি বহর হামলার টার্গেট হয়ে থাকতে পারে

লাহোরে ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশিত: ০৫:৩৭, ৯ আগস্ট ২০১৭

লাহোরে ভয়াবহ বিস্ফোরণ

পাকিস্তানের লাহোরে একটি পার্কিং স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাতে ব্যান্ড রোডে ওই বিস্ফোরণ ঘটে। এক্সপ্রেস ট্রিবিউন। লাহোরের আউটফল রোডের সাজিয়ান ব্রিজ এলাকায় সোমবার রাতে সংঘটিত ওই হামলায় একজন নিহত ও ৪৫ জন আহত হয়। আহতদের কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। নিহত ব্যক্তির নাম আমানত আলী ও তার বয়স ৪৫ বছর বলে পুলিশ জানিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের গাড়িবহর রাজধানী ইসলামাবাদ থেকে রবিবার এ পথ দিয়ে লাহোরে আসার কথা ছিল, হামলার পর ওই সড়কে পূর্ব নির্ধারিত র‌্যালি বাতিল করেন নওয়াজ। তার গাড়িবহরে হামলায় উদ্দেশ্যেও ট্রাকটিতে বিস্ফোরক লুকিয়ে রাখা হতে পারে। লাহোরের মেয়র মুবাশ্বির জাভেদ জানিয়েছেন, সবদিক বিবেচনায় রেখেই বিস্ফোরণের তদন্ত করা হবে। তিনি বলেন, বিস্ফোরণস্থলটি নওয়াজের মিছিলের পথে পড়েছে। তিনি আরও বলেন, আহতদের বেশিরভাগই পুলিশ ও পথচারী। নওয়াজের ছোট ভাই শাহবাজ শরীফ এখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তিনি এ হামলার বিস্তারিত তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন। বিস্ফোরণে গাড়ি, মিনিট্রাক ও মোটরসাইকেলসহ পার্ক করে রাখা শতাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণের ফলে ট্রাকটির পাশে থাকা তিন চারটি গাড়ি উড়ে গিয়ে ১০ থেকে ১৫ ফুট দূরে পড়ে। বিস্ফোরণে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি স্কুলের ছাদ ধসে যায় এবং নিকটবর্তী একটি ভবনের জানালাগুলো ভেঙ্গে যায়। বিস্ফোরণে ১৩২ কেভি বৈদ্যুতিক সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো এলাকার বিদ্যুত চলে যায়। বিকট শব্দ ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ট্রাকটিতে খুবানির বাক্স বহন করা হচ্ছিল এবং সেগুলো সোয়াত উপত্যকা থেকে নিয়ে আসা হয়েছিল বলে ধারণা পাওয়া গেছে। তারা জানিয়েছেন, গত তিনদিন ধরে ট্রাকটি ওই জায়গায় ছিল পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাকটিতে গোপনে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ করা হয়। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, হামলাকারীরা শহরের অন্য অংশে পাঠানোর উদ্দেশ্যে বিস্ফোরকগুলো ট্রাকটিতে রেখেছিল বলে তারা ধারণা করেছেন। আহতদের নিকটবর্তী দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী ওই বিস্ফোরণে ঘটনাস্থলে ১০ থেকে ১৫ ফুট গর্ত হয়ে গেছে। লাহোরের একটি সবিজ বাজারে বোমা হামলার কয়েক সপ্তাহ পর প্রায় একই রকম আরেকটি হামলা হলো। তালেবান ওই হামলার দায় স্বীকার করেছিল। ওই ঘটনায় ২৬ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছিল। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরে ৬০ লাখ মানুষের বসবাস। সেখানে এর আগেও এ ধরনের হামলা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এক দশকের বেশি সময় ধরে জঙ্গী বিরোধী অভিযোনে লিপ্ত রয়েছে। সোমবার রাতে সংঘটিত ওই বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর দেশটির কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) সদস্যরা সন্দেহভাজন চার তালেবান জঙ্গীকে গুলি করে হত্যা করে।
×