ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রের ব্লুুমিংটন সিটির এক মসজিদে বোমা হামলা

প্রকাশিত: ০৫:২৯, ৯ আগস্ট ২০১৭

যুক্তরাষ্ট্রের ব্লুুমিংটন সিটির এক মসজিদে বোমা হামলা

দার-আল ফারুক নামের ওই মসজিদে শনিবার ভোর ৫টার পর ফজরের নামাজের সময় ঈমামের অফিস কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। স্থানীয় পুলিশ বলছে, মসজিদের কাচের জানালা ভেঙে একটি বোমা ভেতরে ছুড়ে দেওয়া হলে তা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ইমামের কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে ব্লুমিংটন সিটির পুলিশ প্রধান জেফ পটস জানান। এফবিআইয়ের স্পেশাল এজেন্ট রিচার্ড থমটন ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে বলেন, বোমাটি হাতে তৈরি ছিল বলে তারা ধারণা করছেন। ‘এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্কফোর্স কাজ করছে। কারা, কেন এই হামলা করেছে তা উদঘাটনে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’ সূত্র : ইন্টারনেট
×