ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীন ও হংকং এত কাছে তবু কত দূরে

প্রকাশিত: ০৫:২৯, ৯ আগস্ট ২০১৭

চীন ও হংকং এত কাছে তবু কত দূরে

১৯৯৭ সালের ৩০ জুন হংকংয়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ওই দিন ভূখ-টিকে চীনকে ফিরিয়ে দেয়া হয় যার কাছ থেকে এটিকে ১৫৬ বছর আগে কেড়ে নিয়েছিল ব্রিটিশরা। তখন হংকং ছিল একটা জেলে পল্লীর চাইতে সামান্য বেশি কিছু। মূল ভুখ- চীনে ফিরে যাওয়ার সময় ওটি ছিল বিশ্বের অন্যতম বৃহৎ মেট্রোপলিস। চীন তখন ঘোষণা করে সে হংকং এক দেশ দুই ব্যবস্থার অধীনে থাকবে। কমিউনিস্ট শক্তির চূড়ান্ত সার্বভৌমত্বের অধীনে এটি উদার পুঁজিবাদী ব্যবস্থা চালিয়ে যেতে নিজস্ব সরকার ও আইন-কানুন অক্ষুণœ রাখবে। ২০ বছর পর পরিস্থিতি অনেক বদলেছে। মূল চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। এর মধ্যবিত্ত শ্রেণী অতি বিকশিত। গোটা দেশে উন্নয়নের প্রবল জোয়ার বইছে। অন্যদিকে হংকং ক্রমশ পিছিয়ে পড়ছে। এর আবাসন সঙ্কট প্রকট। পেশাগত সুযোগ সীমিত এবং সম্পদের বৈষম্য ও ব্যবধান অতি বিশাল। আজকের হংকং ক্রমবর্ধমানভাবে চীনের অবিভাজ্য অংশ। স্থানীয় কর্তৃপক্ষ বেজিংয়ের নীতির ক্রমাগত কাছাকাছি চলে আসছে। স্থানীয় ব্যবসা-বাণিজ্যে মূলচীনের কোম্পানিগুলোর দোর্দ- প্রতাপ। কিন্তু তারপরও মানসিক ও আবেগগতভাবে হংকংয়ের সঙ্গে মূলচীনের দূরত্ব বাড়ছে। ১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে প্রত্যার্পণের পর থেকে আর কোন সময় ব্যবধান এত বেশি ছিল না। সাম্প্রতিক এক জরিপে দেখা যায় যে, হংকংয়ের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ নিজেদের চৈনিক বলে পরিচয় দেয়ার চাইতে হংকংবাসী হিসেবে পরিচয় দিতেই বরং পছন্দ করে। নগরীর স্বাধীনতার জন্য সংগ্রামরত সাবেক কর্মকর্তা আনসন চান বলেন, ‘আমরা ভিন্ন সংস্কৃতিতে বড় হয়েছি। এখন মনে হচ্ছে আমরা বিশ্বের ভিন্ন অংশের মানুষ।’ কর্তৃপক্ষের বক্তব্য অবশ্য ভিন্ন। সেটা হলো এক দেশ দুই ব্যবস্থা চমৎকার কাজ করছে। অসন্তোষ ব্যাপক নয়, তবে মুষ্টিমেয় কিছু গোলযোগ সৃষ্টিকারীর তরফ থেকে হচ্ছে। হংকংবাসী স্বাধীন হতে চায়। নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে চায়। দেড়শ’ বছর ক্ষমতাহীন থাকার পর এমন মানসিকতার উদ্ভব এক স্বাভাবিক পরিণতি। ২৬ বছর বয়স্ক স্বাধীনতাকর্মী চান হো তিন বলেন, ‘আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম। এখন চীনাদের কলোনি। নিজেদের ভবিষ্যত সম্পর্কে কিছু বলার অধিকার আমাদের কখনই ছিল না।’ হংকং প্রত্যার্পণের সময় চীন ও ব্রিটেনের মধ্যে এই ব্যবস্থা হয় যে হংকং এক দেশ দুই ব্যবস্থার অধীনে থাকবে। এর আইনের শাসনের দ্বারা প্রতিষ্ঠিত বিচার ব্যবস্থা ও স্বাধীন। সংবাদপত্র, স্বতন্ত্র জীবনধারা সংবলিত সমাজব্যবস্থা অপরিবর্তিত থাকবে। শুধু পররাষ্ট্র ও প্রতিরক্ষা চীন সরকারের হাতে ন্যস্ত থাকবে। প্রথম ১২টি বছর হংকংবাসী চীনের এই প্রতিশ্রুতিতে শান্ত ছিল যে হংকং শেষ পর্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থা লাভ করবে। এ সময় জীবন ছিল উত্তম। বেকারত্ব কর্দাচিত ৫ শতাংশে পৌঁছাত। তারপর শিশু-কিশোররা বেড়ে উঠতে থাকে। তাদের উত্তরণ ঘটে তারুণ্যে। উদার রাজনৈতিক ব্যবস্থার অনুপস্থিতি তাদের মনে অসন্তোষ ও ক্ষোভের জন্ম দেয়। তারা ভোট দিতে চায়। স্বায়ত্তশাসনের ওপর কেন্দ্রের হুমকিকে মোকাবেলা করতে চায়। তারা বলে যে এক দেশ দুই ব্যবস্থা আসলে এক দেশ দেড় ব্যবস্থায় পর্যবসিত হয়েছে। বিভিন্ন ইস্যুতে তারা বিক্ষোভ করে। জাতীয় শিক্ষানীতিতে মূল চীনের প্রতি দেশাত্মবোধক ভালবাসার ওপর গুরুত্ব দেয়ায় তারা এর বিরুদ্ধে ২০১২ সালে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে সরকার পিছু হটে। পরবর্তীকালে আরও ইস্যু তৈরি হয়। ২০১৪ সালে হংকংবাসী বিশেষত তাদের যুবসমাজ বৃহত্তর গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ করে তারা প্রধান প্রধান বাণিজ্যিক এলাকায় সমবেত হয় এবং প্রায় তিন মাস সেখানে অবস্থান করে। তাদের আন্দোলন আমব্রেলা মুভমেন্ট হিসেবে পরিচিতি পায়। কারণ পুলিশের টিয়ারগ্যাস থেকে নিজেদের রক্ষা করতে তারা ছাতা ব্যবহার করে। তারপর থেকে বেজিংয়ের ভূমিকা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তার একটা দৃষ্টান্ত হলো ২০১৫ সালের শেষদিকে হংকংভিত্তিক পাঁচজন প্রকাশক যারা মূল চীনের কর্মকর্তাদের সমালোচনামূলক বইপত্র বিক্রি করত তারা নিখোঁজ হয়ে যায় এবং পরে তাদের মূল চীনের পুলিশের হেফাজতে দেখা যায়। এটা এক চীন দুই ব্যবস্থার সুস্পষ্ট লঙ্ঘন। হংকংবাসীদের মনোভাব এখন এমন সে গত গ্রীষ্মে একটি বিশ্ববিদ্যালয়ের পরিচালিত জরিপে দেখা যায় তাদের প্রতি ৬ জনের একজন হংকংয়ের স্বাধীনতা সমর্থন করে। কিন্তু বাস্তব সত্য হলো চীনের আজ যত না হংকংকে প্রয়োজন তার চেয়ে হংকংয়েরই বেশি মূলচীনকে প্রয়োজন। মূলচীনের অর্থনীতির ব্যাপক সমৃদ্ধি ঘটায় বিদ্যুত ও পানির জন্য, খাদ্য আমদানির জন্য এবং সর্বোপরি অর্থলগ্নি প্রতিষ্ঠান এবং পর্যটন শিল্পকে টিকিয়ে রাখা অর্থনৈতিক মূলধনের জন্য হংকংয়ের চীনকে দরকার। ১৯৯৭ সালে হংকং ছিল রুদ্ধদ্বার চীনে যাওয়ার প্রবেশপথ। তখন এর জিডিপি ছিল চীনের জিডিপির প্রায় এক-পঞ্চমাংশ। আজ সেটা প্রায় ৩ শতাংশে এসে দাঁড়িয়েছে। হংকং এক স্বয়ংসম্পূর্ণ ও স্বাধীন বৈশ্বিক নগরী এই পুরনো ধারণাটি শেষ হয়ে গেছে। হংকং জীবন এখন বাহ্যিকভাবে দেখলে স্বাভাবিক বলে মনে হয়। কিন্তু সেখানে বিশেষ করে তরুণদের মধ্যে যে হতাশা আছে তা টের পাওয়া যায়। স্থানীয় এক আইন পরিষদ সদস্যের ভাষায় ‘হংকং আজ এক ক্লান্ত নগরী।’ চলমান ডেস্ক সূত্র : টাইম
×