ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক কমেছে

প্রকাশিত: ০৫:১৬, ৯ আগস্ট ২০১৭

পুঁজিবাজারে সূচক কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার ডিএসইতে প্রায় ৫০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৯৪৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৪২ কোটি ৬০ লাখ টাকা কম। সোমবার এ বাজারে এক হাজার ১৮৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৯৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১১৯ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ সি এ্যান্ড এ টেক্সটাইল, বিবিএস কেবল, সিটি ব্যাংক, আইএফআইসি, ইফাদ অটো, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, জেনারেশন নেক্সট ফ্যাশন, ফু-ওয়াং ফুড ও ফরচুন সুজ। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ বিডি ল্যাম্পস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড, রেনউইক যজ্ঞেশ্বর, এমবে ফার্মা, মুন্নু স্টাফলার, সিভিও পেট্রোকেমিক্যাল, সালভো কেমিক্যাল ও বিবিস কেবল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ দুলামিয়া কটন, সানলাইফ ইন্স্যুরেন্স, রহিমা ফুড, ১ম জনতা মিউচুয়াল ফান্ড, সিনোবাংলা, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, অগ্রণী ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৫৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৮৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বিবিএস কেবল, আইএফআইসি, ফু-ওয়াং ফুড, জেনারেশন নেক্সট ফ্যাশন, সি এ্যান্ড এ টেক্সটাইল, ন্যাশনাল ব্যাংক, নূরানী ডাইং, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক ও সাইফ পাওয়ারটেক।
×