ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:১৪, ৯ আগস্ট ২০১৭

টুকরো খবর

লুট হওয়া ৩৭ বস্তা গমের ২০ কেজি উদ্ধার নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৮ আগস্ট ॥ তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের লুট হওয়া ভিজিএফের ৩৭ বস্তা গমের ২০ কেজি গম উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কড়ইবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাসার বাদশা তালুকদারের পুকুরের পাড় থেকে সরকারী সিলমোহর বস্তা বোঝাই ২০ কেজি গম উদ্ধার করা হয়। গত ২৭ জুলাই শারিকখালী ইউনিয়ন পরিষদে ভিজিএফের গম বিতরণের সময় কড়ইবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাশার (বাদশা) তালুকদারের ছেলে কিবরিয়া তালুকদারের নেতৃত্বে ভিজিএফের ৩৭ বস্তা গম লুট হওয়ার অভিযোগে তালতলী থানায় মামলা দায়ের করা হয়। শারিকখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাবুল জানান, ভিজিএফের গম বিতরণের সময় কিবরিয়া তালুকদার আমার কাছে এসে পঞ্চাশ বস্তা গম দাবি করে। আমি জনগণের গম আপনাকে দিতে পারব না বলার সঙ্গে সঙ্গে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে ও আমার লোকজনদের মেরে ৩৭ বস্তা গম লুট করে নিয়ে যায়। ঝালকাঠিতে ১৬শ’ বস্তা চাল জব্দ নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৮ আগস্ট ॥ ঝালকাঠি থানা পুলিশ শহরের আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীর ভোলা থেকে আনা ১৬০০ বস্তা চাল জব্দ করেছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। এই চালের সরকারী বাজার মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। জানা গেছে, ভিজিডি বিতরণের জন্য সরকার ৩০ কেজি করে চাল প্যাকেটজাত করে সুবিধা ভোগীদের মধ্যে বিতরণের ব্যবস্থা করেছে যাতে কেউ সুবিধাভোগীদের চাল কম দিতে না পারে এই চাল বিক্রয়যোগ্য নয়। গরিব, অসহায় ও স্বামী পরিত্যক্ত নারীদের জন্য সরকার সামাজিক বেষ্টনী কর্মসূচীর মধ্যে এই চাল বিতরণ করছে। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ভোলা থেকে ট্রলারে আসা চাল নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেনের উপস্থিতিতে জব্দ করে এক ব্যবসায়ীর গোডাউনে সিলগালা করে রেখেছে। পুলিশ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে। বিদ্যুতস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যুতের তারে জড়িয়ে নজরুল ইসলাম (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নজরুল ওই গ্রামের আলী হোসেনের পুত্র। জানা গেছে, সোমবার রাতে পুকুর পাড়ে পল্লী বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে। দুপুরে নজরুল পুকুর পাড়ে গেলে তারে জড়িয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইদুর রহমান নজরুলকে মৃত ঘোষণা করেন। স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, উলিপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (২৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জনতাহাট গ্রামে। জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে ওই এলাকার যুবক নজরুল ইসলাম গো-খাদ্য সংগ্রহ করার জন্য পাশর্^বর্তী শহিদুল ইসলামের বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যায়। সেখানে পড়ে থাকা পরিত্যক্ত তারে জড়িয়ে তার মৃত্যু হয়। ১৯ যুবক-যুবতী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৮ আগস্ট ॥ অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৯ যুবক-যুবতীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার গভীর রাতে হাসনাবাদ এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১০ যুবক ও ৯ যুবতী রয়েছে। আটককৃতরা হলেন- চুন্নু মিয়া, ফারুক, সবুজ, রফিক, বাদশা, মাসুদ, শহীদ, রোমন, মিঠুন, আশরাফুল, প্রিয়া আক্তার, লিপি আক্তার, আখি, জুই, নিপা, মাকসুদা, চাঁদনী, তানজিলা ও আলো। গাছের চারা বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর স্মরণে মঙ্গলবার গাছের চারা বিতরণ করা হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলার সোনারং মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেনÑ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ, ইউএনও শহিদুল ইসলাম পাটোয়ারী, মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি প্রমুখ। একইসঙ্গে টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর স্মরণে উপজেলাটির শিক্ষার্থীদের হাতে দেড় হাজার গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন তিনি। ৬০ হাজার টাকাসহ ব্যাগ ছিনতাই স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর লক্ষ্মীপুর এলাকায় প্যারামেডিক্যাল কলেজের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার রাতে জেবুন নেছা বেগম নামের এক রিক্সা আরোহী নারীর ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় তিন যুবক। এ ঘটনায় মঙ্গলবার রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ওসি হাফিজুর রহমান হাফিজ। জেবুন নেছা জানান, এক বছর বয়সের ছেলেকে নিয়ে রিক্সাযোগে বাড়ি থেকে লক্ষ্মীপুরের একটি ক্লিনিকে যাচ্ছিলেন তিনি। রিক্সাটি প্যারামেডিক্যাল রোডের কর্মকমিশন অফিসের সামনে পৌঁছালে কোন কিছু বুঝে উঠার আগে মোটরসাইকেল আরোহী তিন যুবক তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ইয়াবা সেবনের জন্য ডেকে নিয়ে ছিনতাই স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বন্ধুকে ইয়াবা খাওয়ানোর জন্য ঘর থেকে বের করে নিয়ে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নগরীর বালুছড়া টাইগার রোড এবং হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ছিনিয়ে নেয়া মোটরবাইক এবং নগদ টাকা। সাতক্ষীরায় বৃক্ষমেলা শুরু স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ‘বৃক্ষরোপণ করে যে, সম্পদশালী হয় সে’Ñ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার উদ্বোধন করেন, জেলা প্রসাশক আবুল কাসেম মোঃ মহিউদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) আব্দুল লতিফ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার আলতাফ হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান প্রমুখ। ভীমরুলের কামড়ে ইউএনও হাসপাতালে সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ৮ আগস্ট ॥ ভীমরুলের কামড়ে গুরুতর আহত হয়েছে পানছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। মঙ্গলবার পানছড়ি উপজেলা পরিষদ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে পানছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন। জানা যায়, সকাল ১০টার দিকে ইউপি চেয়ারম্যানসহ উপজেলা পরিষদ মাঠ এলাকা অতিক্রম করার সময় ভীমরুলের দল দু’জনের ওপর অতর্কিত আক্রমণ করে। এ সময় ইউএনও গুরুতর হয়ে পড়লে সঙ্গে সঙ্গে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ইমরান জানান, ব্যথার ইনজেকশন, ভ্যাকসিন, এন্টিবায়োটিক দেয়া হয়েছে এবং চিকিৎসা চলছে।
×